কলকাতার হোটেলে এসে পৌঁছেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। আলিপুরের ওই হোটেলে তৃণমূল কংগ্রেসের নেতা–কর্মীদের সঙ্গে বৈঠক করছেন। তবে সেখানে কারা আছেন? জানা যায়নি। তাঁর গন্তব্য সম্ভবত ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। এই গুঞ্জনই সকাল থেকে শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে অর্জুনকে নিয়ে মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।
আজ অর্জুন সিং কী বলেছেন? বাড়ি থেকে বেরোবার আগে সাংবাদিকদের বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, ‘তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা। সেখানে কে কী করবেন তা ঠিক করবেন তৃণমূলনেত্রী। আমার কারও প্রতি কোনও ক্ষোভ নেই। তৃণমূলের জন্মলগ্ন থেকেই ছিলাম। কাউন্টডাউন শেষ। কাউন্টডাউন শুরু। বিজেপিতে থাকব কিনা তা সময়ই বলবে।’
আর মদন মিত্র কী বলেছেন? এই বিষয়ে দলের কালারফুল নেতা তথা কামারহাটির বিধায়ক বলেন, ‘অর্জুন যে কথাটা বলেছে তা ভুল নয়। ও প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসে ছিল। নেত্রীর উপরে ওঁর আস্থা রয়েছে। আমাদের দলে নেত্রীর সিদ্ধান্ত মানেই দলের সিদ্ধান্ত। কারণ এই দলটা নেত্রীর রক্ত দিয়ে তৈরি হয়েছে। অর্জুন সিং যদি ইঙ্গিত দিয়ে থাকেন তিনি তৃণমূল কংগ্রেসে আসতে চান এবং আমার দল যদি তাঁকে গ্রহণ করে, তাঁকে বুকে জড়িয়ে ধরতে আমার কোনও আপত্তি নেই।’
তাঁর অস্বস্তি বাড়ছে কেন? এই বিষয়ে মদন মিত্র বলেন, ‘পরিস্থিতি যা দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি করার মতো আর কেউ থাকবে না। শুভেন্দুর কী হবে সেটা ভেবেই আমার অস্বস্তি হচ্ছে। রাজনীতিতে কোনও স্থায়ী শত্রুতা হয় না। সবটাই নির্ভর করে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির উপরে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তর সঙ্গে আমি আছি।’