আজ, মঙ্গলবার সিবিআই দফতরে হাজির হলেন বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পাল। তাঁকে আগে সিবিআই নোটিশ পাঠিয়েছিল। সেই নোটিশের ভিত্তিতে ভোট পরবর্তী কলকাতায় বিজেপি কর্মী মৃত্যুর মামলায় সিবিআই দফতরে হাজির হলেন তিনি। একেবারে সরাসরি সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। সোজা ঢুকে যান ভিতরে। আর বাইরে মৃত বিজেপি নেতার দাদা।
ঠিক কী বিষয়ে তাঁকে তলব? সিবিআই সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের পর কাঁকুড়গাছিতে খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। এই খুনের পিছনে তৃণমূল কংগ্রেস রয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি। তারপর দায়ের হয় মামলা। আর কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তভার নেয় সিবিআই। তাই তলব করা হয় বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ককে।
ঠিক কী ঘটেছিল বিজেপি কর্মীর? স্থানীয় সূত্রে খবর, একুশের নির্বাচনের ফলপ্রকাশের দিন রাতে গণনাকেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে খুন হন তরুণ বিজেপি কর্মী অভিজিৎ সরকার। তাঁর দেহের ময়নাতদন্ত দু’বার হয়েছিল। দেহ সৎকার হয়েছিল কয়েক মাস পর। আর গত শনিবার পরেশ পালকে সিবিআই জিজ্ঞাসাবাদের দাবি তুলেছিলেন অভিজিতের দাদা বিশ্বজিত্ সরকার।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে বক্তৃতার সময় হামলা চালানো, খুনের হুমকি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক বলে মৃত বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ। আর নির্বাচনের পরই মৃত্যু হয় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের। কাঁকুড়গাছিতে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় এবার তলব করা হল পরেশ পালকে। এই ঘটনায় ধর্ণায় বসেন অভিজিতের দাদা।