বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Abhishek Banerjee: হঠাৎ নবান্নে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কেন?‌

Abhishek Banerjee: হঠাৎ নবান্নে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কেন?‌

অভিষেক বন্দ্যোপাধ্যায়। (PTI)

যদিও ঠিক কী নিয়ে দু’‌পক্ষের আলোচনা তা স্পষ্ট করে কেউ কিছু বলছেন না। আগামীকাল, মঙ্গলবার মুখ্যমন্ত্রী দু’‌দিনের সফরে হিঙ্গলগঞ্জ যাচ্ছেন। সেখানের বিষয়ে তিনি কিছু জানাতে গেলেন কিনা বোঝা যাচ্ছে না। কারণ তিনি ডায়মন্ডহারবারের সাংসদ। ওই এলাকা সম্পর্কে অনেক খবর রাখেন। 

একুশের বিধানসভা নির্বাচনের আগে তাঁকে নবান্নে যেতে দেখা গিয়েছিল। একুশের নির্বাচনের ফলাফল প্রকাশের পর বাবুল সুপ্রিয়কে নিয়েও তিনি নবান্নে গিয়েছিলেন। ব্যস, ওইটুরুই। তার পর থেকে আর নবান্নে তাঁকে যেতে দেখা যায়নি। কিন্তু আজ, সোমবার বিকেলে হঠাৎ ৪টে নাগাদ দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্নে চলে এলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে এখন তোলপাড় নবান্ন।

কিন্তু হঠাৎ কী এমন ঘটল?‌ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই হঠাৎ নবান্নে আসা সাধারণ কোনও কারণ নয় বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, আগামী ৩ ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁথিতে সভা। ঠিক তারপরই মুখ্যমন্ত্রীর ৫ তারিখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। এই সময়কালে কোন পথে হাঁটা হবে তা নিয়ে আলোচনা হতে পারে। আবার শীতকালীন অধিবেশনে সংসদে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কেমন হবে তা নিয়েও কথা হতে পারে।

আর কী জানা যাচ্ছে?‌ ইদানিং রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির বাড়াবাড়ি দেখা যাচ্ছে। সেখানে এখন কোন পথে হাঁটা হবে তাও বৈঠকে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। তাছাড়া ডিসেম্বর মাসে বড় ডাকাত ধরা পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেটা কে?‌ এই নিয়েও কথা হতে পারে বলে সূত্রের খবর। তাহলে কী আরও কোনও বিধায়কের উপর এজেন্সি খাঁড়া নামিয়ে আনতে চলেছে?‌ উঠছে প্রশ্ন।

যদিও ঠিক কী নিয়ে দু’‌পক্ষের আলোচনা তা স্পষ্ট করে কেউ কিছু বলছেন না। আগামীকাল, মঙ্গলবার মুখ্যমন্ত্রী দু’‌দিনের সফরে হিঙ্গলগঞ্জ যাচ্ছেন। সেখানের বিষয়ে তিনি কিছু জানাতে গেলেন কিনা বোঝা যাচ্ছে না। কারণ তিনি ডায়মন্ডহারবারের সাংসদ। ওই এলাকা সম্পর্কে অনেক খবর রাখেন। তবে এসব জানাতে তিনি বাড়িতে অথবা পার্টি অফিসে গিয়ে কথা বলতে পারতেন। বিষয়টি আরও গুরুত্বপূর্ণ বলেই কী নবান্নে গেলেন অভিষেক?‌ উঠছে প্রশ্ন।

বন্ধ করুন