চলতি মাসেই দুই রাজ্যে ভোট। তাই প্রচার আরও জোরদার করতে মেঘালয় ও ত্রিপুরা যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন নির্বাচনের অন্তিম প্রচার পর্বে অংশ নিতে। আজ, শুক্রবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক। আর ২২ ফেব্রুয়ারি মেঘালয়ে যাবেন মমতা।
এদিকে আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা এবং ২৭ ফেব্রুয়ারি মেঘালয় রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই এই দুই রাজ্যেই কয়েকদিন আগে উপস্থিত হয়েছিলেন মমতা–অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে মেঘালয়ে দু’দফায় প্রচার সেরে এসেছেন তৃণমূল সুপ্রিমো। নির্বাচনের আগে আরও একবার সেখানে প্রচার করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেঘের রাজ্যের প্রচারে ঝড় তুলতে ২২ ফেব্রুয়ারি মেঘালয়ে যেতে পারেন তৃণমূল সুপ্রিমো। এমনকী পশ্চিম গারো পাহাড়ের রাজাবালায় দলীয় প্রার্থীদের সমর্থনে একটি জনসভা করতে পারেন তিনি। ওখানের মানুষ চাইছেন দলনেত্রী খাসি পাহাড় এলাকাতেও একটি নির্বাচনী সভায় অংশ নিন।
অন্যদিকে গত ডিসেম্বর এবং জানুয়ারি মাসে মমতার মেঘালয় সফরকে ঘিরে যে ব্যাপক জনসমর্থন প্রত্যক্ষ করা গিয়েছিল, সেটাকেই পুঁজি করে এগতে চাইছে তৃণমূল কংগ্রেস। মেঘালয়ে তৃণমূল কংগ্রেস এখন প্রধান বিরোধী দলের জায়গায় রয়েছে। ক্ষমতায় রয়েছে ন্যাশনাল পিপলস পার্টি। আর সেটাকেই পরিবর্তন করার আওয়াজ তুলেছে তৃণমূল কংগ্রেস। তাই মেঘালয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার দিকে এখন নজর দেশের তামাম রাজনীতিবিদদের। মেঘালয়ে ৬০টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে ৫৬টি আসনে।
দু’দিন আগে ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আগরতলায় পদযাত্রা করে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের অনুকূলে ভোট আরও টানতে জোরদার প্রচার করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার কমলপুর বিধানসভা কেন্দ্র এবং কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস আওয়াজ তুলেছে, ত্রিপুরায় এবার ঐতিহাসিক পরিবর্তন হবে। ত্রিপুরায় ৬০টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে ২৮টি আসনে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup