বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি’‌, এজলাসে কেঁদে ফেললেন কল্যাণ

‘অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি’‌, এজলাসে কেঁদে ফেললেন কল্যাণ

কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এবার কলকাতা হাইকোর্টে শুনানি চলাকালীন কেঁদে ফেললেন তিনি। হ্যাঁ, তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সাংসদ তথা আইনজীবী।

সম্প্রতি তাঁর মন্তব্য রাজ্য–রাজনীতিতে ঝন তুলে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তিনি কাউকে নেতা বলে মানেন না। তাতে দলের অন্দরে কোণঠাসা হতে হয়েছিল তাঁকে। আদালতে বিক্ষোভ দেখানো হয়েছিল তাঁর বিরুদ্ধে। এবার কলকাতা হাইকোর্টে শুনানি চলাকালীন কেঁদে ফেললেন তিনি। হ্যাঁ, তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সাংসদ তথা আইনজীবী।

ঠিক কী ঘটেছে হাইকোর্টে?‌ আজ, শুক্রবার রেশন ডিলারদের নিয়ে একটি মামলা ছিল। সেখানে শুনানি শেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য প্রশ্ন করেন, ‘আপনি কি শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ আছেন?’ উত্তরে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপাতত শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবে সতর্ক আছি।’ এরপরই চোখের জল ফেলে কল্যাণ বলেন, ‘অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। ভিখারি পাসোয়ান মামলায় আমার ছেলেকে অপহরণ করার হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু আমাকে দমানো যায়নি। নানা সমস্যার সম্মুখীন হয়েও অবিচল রয়েছি।’

কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো ঠিকই বলেছেন। আমিও তাই বলছি। আমারও নেত্রী মমতা। আর কাউকে নেতা মানি না। আজ থেকে খানিকটা পরিবেশ অনুকূলে এসেছে কল্যাণের। তাই আদালতেই চোখে জল এলো এই বর্ষীয়ান আইনজীবীর।

সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে নালিশ জানিয়ে প্রধান বিচারপতি এনভি রমনার কাছেও গণ–সাক্ষর সম্বলিত চিঠি গিয়েছে। তাতে মনে কষ্ট পেয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজ থেকে পরিবেশ অনেকটা স্বাভাবিক হওয়ায় এজলাসে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেঁদে ফেললেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বন্ধ করুন