বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌ভয় পেয়ে পালাচ্ছেন কেন?’‌, জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে মোদীকে টুইট খোঁচা ডেরেকের

‘‌ভয় পেয়ে পালাচ্ছেন কেন?’‌, জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে মোদীকে টুইট খোঁচা ডেরেকের

ডেরেক ও’ ব্রায়েন (PTI Photo) (PTI)

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন।

পেট্রল–ডিজেলের মূল্যবৃদ্ধি থেকে নজর ঘোরাতে নতুন ওযেবসাইট চালু করা হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘‌মোদী স্টোরি’‌। যেখানে প্রধানমন্ত্রীর জীবনের অজানা কাহিনী তুলে ধরা হবে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন। সাংসদ ট্যুইট করেছেন রবিবার। পাঁচ রাজ্যের নির্বাচনের ফল ঘোষণার মাত্র দু’‌সপ্তাহের মধ্যে ৬ দিনে পাঁচবার জ্বালানির দাম বেড়েছে। এই নিয়েই তোপ দেগেছেন ডেরেক।

ঠিক কী লিখেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ?‌ এদিন টুইটে ডেরেক ও’‌ব্রায়েন লেখেন, ‘‌মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা সংসদে সব বিষয় নিয়ে খোলাখুলি আলোচনার কথা বলেন। আপনারা চার রাজ্যে জিতেছেন। তাহলে ভয় পেয়ে পালাচ্ছেন কেন? পাঁচ রাজ্যের নির্বাচনের ফল ঘোষণার মাত্র দু’‌সপ্তাহের মধ্যে ৬ দিনে পাঁচবার জ্বালানির দাম বেড়েছে। আগামী সপ্তাহে রাজ্যসভায় মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা হোক।’‌ আজ, রবিবার এই টুইট করেছেন তিনি।

উল্লেখ্য, এই নিয়ে ৬ দিনে পাঁচবার দাম বাড়ল পেট্রল–ডিজেলের। কলকাতায় এখন লিটারপ্রতি পেট্রলের দাম ১০৮ টাকা ৫৩ পয়সা। ডিজেলের দাম ৯৩ টাকা ৫৭ পয়সা। আর রান্নার গ্যাসের দাম ৯৭৬ টাকা। অর্থাৎ ৬ দিনে প্রায় ৪ টাকা দাম বাড়ল জ্বালানির। এই দাম বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বেড়ে গিয়েছে। সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়।

ইতিমধ্যেই পেট্রল–ডিজেল–রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে নরেন্দ্র মোদীর সরকারকে তুলোধনা করেছে বিরোধীরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ট্যুইট করে লিখেছেন, ‘‌রাজা মহল তৈরিতে ব্যস্ত, আর প্রজা মূল্যবৃদ্ধির মার খাচ্ছে।’‌ মূল্যবৃদ্ধি মুক্ত ভারত অভিযানের ডাক দেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। সেখানে ঢোল বাজিয়ে মানুষকে জানানো হবে বলে সূত্রের খবর।

বন্ধ করুন