লোকসভা নির্বাচনের মরশুমে ঘাটালের তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় একটি অডিয়ো ক্লিপ পোস্ট করেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। আর তা নিয়ে আলোড়ন পড়ে যায়। যদিও মানুষ দেবকেই বিশ্বাস করেন এবং লোকসভা নির্বাচনে জয়ী হন দেব। সাংসদ দেব ও তাঁর আপ্তসহায়কে বিরুদ্ধে অভিযোগ তোলা হয় ওই অডিয়ো ক্লিপে। যা যাচাই করে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল। আজ বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, দেবের বিরুদ্ধে অডিয়োকে কেন্দ্র করে সিবিআইয়ের কাছে যে অভিযোগ এসেছে সেটা নিয়ে অবস্থান জানাতে হবে তাদেরকে। সিবিআই চাইলে ওই বিষয়টি খতিয়ে দেখে সংক্ষিপ্ত রিপোর্ট দিতে পারে।
এদিকে হিরণের ওই অডিয়োকে ফেক হিসেবে দাবি করে তখন সংবাদমাধ্যমে দেব দাবি করেছিলেন, ‘এই ভাইরাল অডিয়ো নিয়ে আমি এফআইআর করছি। ফেক অডিয়ো বানানো হচ্ছে। তাদের চিহ্নিত করতে ইডি, সিবিআই, এফবিআই যেখানে যা আছে, ডাকা হোক।’ যদিও দেব ও তাঁর আপ্তসহায়কের কথোপকথন ছিল অডিয়ো ক্লিপে বলে দাবি হিরণের। যেখানে টাকার বিনিময়ে চাকরি নিয়ে আলোচনা হয়েছে। এই অডিয়ো সিবিআইয়ের কাছেও জমা পড়েছে। দেবের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বাপ্পাদিত্য ঘোষ নামে এক ব্যক্তি। এই ঘটনার সত্যতা জানতে সিবিআই তদন্তের দাবি করেন ওই ব্যক্তি।
আরও পড়ুন: বিধানচন্দ্র রায়ের জন্মদিনে কি সরকারি অফিস ছুটি থাকবে? বিজ্ঞপ্তি জারি করল নবান্ন
অন্যদিকে আজ মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম জানান, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়ে পরে চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছিল। মামলা করেন বাপ্পাদিত্য ঘোষ নামে এক ব্যক্তি। এই নিয়ে তখন দেব ও তাঁর প্রতিনিধি রামপদ মান্নার বিরুদ্ধে একটি অডিয়োও ক্লিপ ভাইরাল হয়। যে অভিযোগ উঠেছে সেটাতে সিবিআই তদন্তের আবেদন জানিয়ে মামলা হয়েছে। এবার বিষয়টি নিয়ে সিবিআইয়ের অবস্থান জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। দেবের হয়ে আজ মামলার সওয়াল করেন আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
এছাড়া পাঁশকুড়ায় ভোটপ্রচারে গিয়ে দেব তখন বলেছিলেন, ‘সবংয়ে যে ঘটনা ঘটেছে তা বিজেপির অভ্যন্তরীণ বিষয়। তবে ভাইরাল অডিয়ো নিয়ে আমি এফআইআর করছি। রাজনীতিতে খারাপ কথা বলাটা বিজেপির নিয়ম হয়ে গিয়েছে। ইডি, সিবিআই, এফবিআই যেখানে যা আছে ডাকা হোক। ফেক অডিয়ো আনা হচ্ছে। তাদের এবার চিহ্নিত করতে হবে। সেটাই করা হবে।’ মামলাকারীর পক্ষে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও। সিবিআইয়ের আইনজীবীর নাম অমাজিৎ দে।