বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > TMC MP Shantanu Sen: দলে নম্বর পেতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য কৌস্তভের: শান্তনু সেন

TMC MP Shantanu Sen: দলে নম্বর পেতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য কৌস্তভের: শান্তনু সেন

প্রশাসন সঠিক কাজ করেছে, বললেন তৃণমূল সাংসদ শান্তনু সেন (টুইটার)

শুক্রবার প্রদেশ কংগ্রেস দফতরে এক সাংবাদিক বৈঠক করেন কৌস্তভ বাগচী। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা প্রাক্তন আমলা দীপক ঘোষের একটি বইয়ের উদ্ধৃতির উল্লেখ করেন তিনি। এর পর গভীর রাতে তাঁর বাড়ি পৌঁছে যায় কলকাতার বড়তলা থানার পুলিশ।

কিছুদিন আগে কৌস্তভ বাগচী আক্ষেপ করছিলেন দল তাঁকে স্বীকৃতি দেয় না বলে। তার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য। ঘটনাক্রমই বলে দিচ্ছে তিনি আসলে দলে জায়গা পেতে এমন মন্তব্য করেছেন। কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভের গ্রেফাতরি প্রতিক্রিয়া এমনটাই জানালেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।

সাংসদ বলেন, 'প্রশাসন তাঁকে গ্রেফতার করে সঠিক কাজ করেছে। দিন কয়েক আগেই একটি টিভি অনুষ্ঠানে, কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে তাঁর জায়গা হয়নি বলে আক্ষেপ করছিলেন কৌস্তভ। কার্যত কেঁদে ফেলে বলেছিলেন দল তাঁকে স্বীকৃতি দেয় না। সেই কৌস্তভই হঠাৎ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করলেন। আসলে দলে নম্বর পেতে তিনি এই সব কথা বলেছেন।' তিনি আরও বলেন,'সরকারের বিরোধিতা যদি করতে হয় তবে গঠনমূলক বিরোধিতা করুক। শূন্য থেকে এক (সাগরদিঘির জয়) হয়ে ধরাকে সরা জ্ঞান করছেন। মানুষ এর যোগ্য জবাব দেবেন।' (কৌস্তভের পাশে আছি! জেল থেকে ছাড়া পেয়ে বললেন নৌশাদ)

শুক্রবার প্রদেশ কংগ্রেস দফতরে এক সাংবাদিক বৈঠক করেন কৌস্তভ বাগচী। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা প্রাক্তন আমলা দীপক ঘোষের একটি বইয়ের উদ্ধৃতির উল্লেখ করেন তিনি। এর পর গভীর রাতে তাঁর বাড়ি পৌঁছে যায় কলকাতার বড়তলা থানার পুলিশ। উসকানি মূলক মন্তব্য, হিংসা ছড়া

নোর চেষ্টাসহ একাধিক জামিন অযোগ্য ধারায় তাঁকে গ্রেফতার করে পুলিশ।

 

বন্ধ করুন