বিজেপির নবান্ন অভিযান কর্মসূচিতে আহত কর্মীদের দেখতে এসেছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এমনকী কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল আহত কর্মীদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছন। এই বাংলায় আসা প্রতিনিধিদলকে এবার কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। এমনকী তাঁদের রাজনৈতিক পর্যটক বলেও কড়া আক্রমণ করেছেন বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস সাংসদ।
ঠিক কী বলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ? আজ, রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌগত রায় বলেন, ‘দলের যারা আহত হয়েছে তাদের দেখতে যাচ্ছেন। কিন্তু আহত পুলিশ কর্মীদের দেখতে যাচ্ছেন না। আসলে বিজেপির যাঁরা এসেছেন তাঁদের বাংলা সম্পর্কে কোনও ধারণা নেই। এখানে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনও দল নেই। যাঁরা এসেছেন তাঁরা হলেন রাজনৈতিক পর্যটক। এসেছেন, দেখে চলে যাবেন।’
কেমন আক্রমণ করলেন সৌগত? এদিন বিজেপির প্রতিনিধিদলকে আক্রমণ শাণাতে উত্তরপ্রদেশ–লখিমপুরের নাম টেনে আনেন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচিত তৃণমূল কংগ্রেস সাংসদ। তিনি বলেন, ‘বিজেপির প্রতিনিধিদল বাংলায় এসে কিছু আপত্তিকর মন্তব্য করেছে। ওনারা বলছেন পশ্চিমবঙ্গে জঙ্গল রাজত্ব চলছে। অথচ উত্তরপ্রদেশ–লখিমপুরে দুই মহিলা ধর্ষিত ও নিহত হলেন তা নিয়ে কোনও কথা বলছেন না।’
টিটাগড় বিস্ফোরণ নিয়ে কী বললেন? টিটাগড়ের স্কুলে বোমা বিস্ফোরণ নিয়ে সৌগত রায় বলেন, ‘দূর্ভাগ্যজনক ঘটনা। স্কুল ছুটি থাকায় কারও ক্ষতি হয়নি। পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।’ কিন্তু বিরোধী দলনেতা এনআইএ তদন্ত চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন। আপনি কী বলবেন? জবাবে সৌগত রায় বলেন, ‘ওই চিঠির কোনও গুরুত্ব নেই। এনআইএ কেবল আদালতের নির্দেশে টেররিস্ট অ্যাক্টের বিরুদ্ধে তদন্ত করতে পারে। আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়।’