বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Sougata Roy: ‘‌দলের ছেলেদের বলব সুকান্ত যেখানে যাবেন সেখানেই বিক্ষোভ দেখাতে’‌, নিদান সৌগতর

Sougata Roy: ‘‌দলের ছেলেদের বলব সুকান্ত যেখানে যাবেন সেখানেই বিক্ষোভ দেখাতে’‌, নিদান সৌগতর

সৌগত রায়।

সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসকে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শাসকদলকে আক্রমণ করে বলেছেন, ‘তৃণমূল দলটাই আমাদের সমাজে পলিটিক্যাল পয়জন’। তারপরই এই নির্দেশ দিলেন সাংসদ সৌগত রায়।

সুকান্ত মজুমদারকে এবার তুলোধনা করলেন বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তিনি নির্দেশ দিয়েছেন, যেখানেই সুকান্ত মজুমদার যাবেন, সেখানেই তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিক্ষোভ দেখাতে। এই নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে রাজ্য–রাজনীতিতে। সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসকে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শাসকদলকে আক্রমণ করে বলেছেন, ‘তৃণমূল দলটাই আমাদের সমাজে পলিটিক্যাল পয়জন’। তারপরই এই নির্দেশ দিলেন সাংসদ সৌগত রায়।

ঠিক কী বলেছেন সৌগত রায়?‌ আজ, শনিবার সুকান্তর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিলেন তিনি। তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘‌সুকান্ত মজুমদারকে এতদিন অপরিণত রাজনীতিবিদ ভাবতাম আমরা। কিন্তু উনি এখন যে সব ভাষা ব্যবহার করছেন তাতে আমাদের ওঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। উনি চোর বলছেন আমাদের দলকে। এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। না হলে দলের ছেলেদের বলব, যেখানে সুকান্ত মজুমদার যাবেন সেখানেই গিয়ে বিক্ষোভ দেখাতে।’‌

কী হতে পারে এই নির্দেশের জেরে?‌ তৃণমূল কংগ্রেসের কর্মী–সমর্থকদের সংখ্যা বিশাল। এই বিপুল সংখ্যার কর্মী–সমর্থকরা যদি বিক্ষোভ দেখাতে শুরু করে তাহলে সুকান্ত মজুমদারের পক্ষে কোনও সভাই সুষ্ঠুভাবে করা সম্ভব হবে না। বরং ভণ্ডুল হয়ে যাবে। পার্থ–অনুব্রতর গ্রেফতারের পর বারবার তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। এই বিষয়েই সৌগত রায়ের মন্তব্য, ‘‌সুকান্তকে বিজেপি ওপর থেকে বসিয়ে দিয়েছে। ওকে সরিয়ে নেবে। অনেক কষ্ট করে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। এরপর ওঁর বিরুদ্ধে হয় আইনত ব্যবস্থা নিতে হবে। নয় তো কর্মীদের বলব বিক্ষোভ দেখাতে।’‌

সিবিআই–ইডির তৎপরতা নিয়ে কী বলেছেন?‌ একাধিকবার সিবিআই–ইডি’‌র বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসকে। তবে সম্প্রতি নয়াদিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা নিয়ে মুখ খুলেছে আম আদমি পার্টি–সহ সব বিরোধী দল। এই বিষয়ে সৌগত রায় বলেন, ‘‌ওর মূর্খতা, অজ্ঞানতা দেখাচ্ছেন। মমতা বন্দোপাধ্যায় ইউনেস্কোতে গিয়ে পুরষ্কার নিয়েছেন৷ আবারও পাবেন। মণীশ সিসোদিয়া পুরষ্কার পেয়েছেন৷ তাই তার বিরুদ্ধে রাগ।’‌ আর অনুব্রত নিয়ে তাঁর মন্তব্য, ‘‌এখন বিষয়টি আদালতের অধীনে আছে। দেখা যাক কী হয়? অনুব্রত মণ্ডলের গাড়ি সেটা আইনত প্রমাণিত নয়। এর মালিকানা অনুব্রতের নয়। বড় করে টিভিতে দেখালেই অনুব্রত দোষী নাকি? এটাকে মিডিয়া ট্রায়াল বা ক্যাঙ্গারু কোর্ট বলে। এটা ঠিক হচ্ছে না।’‌

বন্ধ করুন
Live Score