এবার বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল তাঁকে লুকিয়ে ফোন করেন দেখা করতে চান বলে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল পদের কোনও দরকার আছে কি না তা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। কারণ রাজ্যপাল পদের জন্য বিপুল খরচ হয়।
ঠিক কী বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ এদিন রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘রাজ্যপাল আমাকে লুকিয়ে লুকিয়ে ফোন করেন। বলেন, আপনার সঙ্গে দেখা করতে চাই। রাজ্যপালের কথা শুনে ফোন রেখে দিয়েছি। রাষ্ট্রপতির কাছে রাজ্যপালকে সরাতে আবেদন জানিয়েছি। সংসদীয় গণতন্ত্রের টুঁটি টিপে ধরছেন রাজ্যপাল।’
কী কথা হয় দু’পক্ষের মধ্যে? রাজ্যপালকে অপসারণ করতে রাষ্ট্রপতির কাছে দরবার করেছেন সুদীপ। এই বিষয়ে তিনি বলেন, ‘রাষ্ট্রপতির কাছে রাজ্যপালকে সরাতে আবেদন জানিয়েছি। আগেরদিন উনি (রাজ্যপাল) আমাকে বলেন, আপনি আমার কথা রাষ্ট্রপতিকে বলে দিয়েছেন। আমি বললাম, রাষ্ট্রপতিকে তো বলেছিলাম। তবে উনি আপনাকে সরাননি।’
রাষ্ট্রপতিকে কী বলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ? রাষ্ট্রপতিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সে কথা নিজেই জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি লোকসভাতে রাষ্ট্রপতিকে বলেছি রাজ্যপালকে সরিয়ে দিন। সারা দেশের মধ্যে এই রাজ্যপালকে কেন্দ্র করে প্রশ্ন উঠে গিয়েছে, আদৌ রাজ্যপাল পদটার প্রয়োজন আছে কি না। দীর্ঘদিন ধরে আলোচনা থাকবে, রাজ্যপাল কীসের জন্য? কীসের জন্য তাঁকে ঘিরে এত হাতি পোষার খরচ? হাতিকে পুষলে তাও ভাল সার্কাস দেখা যায়। একে পুষে তো কোনও লাভ হচ্ছে না। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার টুঁটি চিপে ধরছেন।’