পার্টি বড় হয়েছে। রাজ্যে ক্ষমতাতেও রয়েছে তৃণমূল। আর পার্টি অফিসও নতুন, ঝা চকচকে করা হচ্ছে তৃণমূলের। তবে সেটি তৈরি হতে বছর দুয়েক সময় লেগে যাবে।তবে তার আগে ইএম বাইপাস সংলগ্ন একটি দোতলা বাড়িতে হবে অস্থায়ী পার্টি অফিস। আর সেই অফিসেরই পুজো হবে অক্ষয় তৃতীয়ার দিন। সেদিন দলের প্রথম সারির সব নেতাদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। সব মিলিয়ে একেবারে বড় মাপের আয়োজন করা হচ্ছে এবার। কারণ যতদিন না নতুন ভবন তৈরি হচ্ছে ততদিন এই দোতলা ভবনেই দলের কাজকর্ম পরিচালিত হবে।
এদিকে দল সূত্রে খবর, এই অস্থায়ী পার্টি অফিসে গণেশ পুজো হবে। হতে সত্যানারায়ণের সিন্নি। মা দুর্গারও আরাধনার ব্যবস্থা থাকছে। তবে পুজোতে যাতে কোনওরকম ত্রুটি না হয় সেদিকটা একেবারে অক্ষরে অক্ষরে দেখা হচ্ছে। পুজোয় পুরোহিত হবেন রাজ্যে তৃণমূলের প্রতীকে নির্বাচিত প্রথম বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।
তবে দল সূত্রে খবর এর আগেও তিনি নিয়ম করে দলীয় কার্যালয়ে গণেশ পুজো, সরস্বতী ও বিশ্বকর্মার পুজো করেন। তপসিয়ার ভবনটি ভেঙে ফেলার পরে আর সেই পুজো হয়নি। তবে এবার সেই শোভনদেবই থাকবেন পুরোহিতের গুরু দায়িত্বে। কলকাতার নাম করা দোকান থেকে আনা হচ্ছে প্রচুর লাড্ডু। আর সত্যনারায়ণকে নিবেদন করা হবে নলেন গুড়, বাতাসা, দুধ, আটা, কাজু, পেস্তা দিয়ে তৈরি সিন্নি।