বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > WB Assembly: ED, CBI-এর অপব্যবহার নিয়ে বিধানসভায় প্রস্তাব পাশ করল TMC

WB Assembly: ED, CBI-এর অপব্যবহার নিয়ে বিধানসভায় প্রস্তাব পাশ করল TMC

রাজ্য বিধানসভা। (টুইটার)

প্রস্তাব অনুযায়ী, ২০১৪ সাল থেকে দেশে রাজনৈতিক নেতাদের হয়রানির জন্য কেন্দ্রীয় সংস্থাগুলিকে অপব্যবহার করা হচ্ছে। এই প্রস্তাবের বিষয়ে কথা বলতে গিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘ইডি এবং সিবিআই বেছে বেছে তৃণমূল নেতা ও কর্মকতাদের টার্গেট করছে এবং ভয়ের পরিবেশ তৈরি করছে।’ 

সম্প্রতি শিক্ষক নিয়োগে দুর্নীতি, গরু পাচারকাণ্ড, কয়লা পাচারকাণ্ডে একের পর এক বহু তৃণমূল নেতা, মন্ত্রীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা। সে ক্ষেত্রে সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে অপব্যবহার করা হচ্ছে বলে বহুবার অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এনিয়ে রাজ্য বিধানসভায় অতীতে নিন্দা প্রস্তাব এনেছিল তৃণমূল কংগ্রেস। এবার কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার নিয়ে বিধানসভায় প্রস্তাব এনে আলোচনা করল রাজ্যের শাসক দল। যদিও প্রস্তাব পেশ করার সময় বিরোধী দল বিজেপি বিধানসভা থেকে ওয়াক আউট করে। তারা আলোচনায় অংশগ্রহণ করেনি।

সোমবার তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক তথা তৃণমূলের পরিষদীয় দলের উপমুখ্য সচেতক তাপস রায় রাজু বিধানসভায় ১৮৫ ধারায় কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার নিয়ে প্রস্তাব আনেন। পরে এই প্রস্তাবের পক্ষে আলোচনায় অংশ নেন তাপস রায় এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

প্রস্তাব অনুযায়ী, ২০১৪ সাল থেকে দেশে রাজনৈতিক নেতাদের হয়রানির জন্য কেন্দ্রীয় সংস্থাগুলিকে অপব্যবহার করা হচ্ছে। এই প্রস্তাবের বিষয়ে কথা বলতে গিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) বেছে বেছে তৃণমূল নেতা ও কর্মকতাদের টার্গেট করছে এবং ভয়ের পরিবেশ তৈরি করছে।’ তিনি বলেন, ‘কেন্দ্রীয় সংস্থাগুলির একমাত্র উদ্দেশ্য হল তৃণমূলকে অপমান করা। বিজেপি আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করতে পারে না তাই তারা আমাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে।’

যদিও, বিজেপির মনোজ টিগ্গা এই অভিযোগ অস্বীকার করে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘আমরা ওয়াকআউট করেছিলাম কারণ আমরা মনে করি তৃণমূল যা বলছে তা সমর্থন করার কিছুই নেই। এটি মিথ্যা ছাড়া কিছুই নয়।’

অন্যদিকে, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, 'কোনও বিধায়কের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আইনি পদক্ষেপ করার আগে বিধানসভাকে জানাবে আশা করব। অনেক বিধায়কই নিরাপত্তার জন্য আবেদন করেন। বিধানসভা থেকে ব্যবস্থা করা হয়। এ ক্ষেত্রেও দেখা হবে।'

উল্লেখ্য, দুর্নীতির মামলায় জড়িত থাকার অভিযোগে সাম্প্রতিক অতীতে কেন্দ্রীয় সংস্থাগুলি বেশ কয়েকজন তৃণমূল নেতা এবং মন্ত্রীকে গ্রেফতার করেছে। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে সম্প্রতি তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে।

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন