প্রয়াত গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে তাঁর পদ্মশ্রী প্রত্যাখ্যান নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বুধবার নয়া দিল্লি উড়ে যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপবাবু বলেন, ‘রাজনীতি করে সন্ধ্যা মুখোপাধ্যাকে পদ্মশ্রী নিতে দেওয়া হয়নি। বাংলার গুণীজনদের নিয়ে নোংরা রাজনীতি করছে তৃণমূল ও সিপিএম।’
মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার হাসপাতালে প্রয়াণ হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। তাঁর প্রয়াণে শোকাচ্ছন্ন বাঙালি শ্রোতারা। বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্যের আয়োজন করেছে রাজ্য সরকার। তার আগে এদিন সকালে দিল্লি উড়ে যান দিলীপ ঘোষ। বিমানবন্দরে প্রবাদপ্রতীম শিল্পীকে শ্রদ্ধা জানান তিনি।
দিলীপবাবু বলেন, ‘সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণ অত্যন্ত দুঃখের। বয়স হয়েছিল। অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। যেতে তো একদিন হতোই। তবু মেনে নিতে কষ্ট হয়। বাংলা সংগীত জগতকে অনেক কিছু দিয়েছিলেন তিনি। তাঁর শূন্যস্থান পূরণ করা কঠিন।’
এর পরই পদ্মশ্রী বিতর্ক নিয়ে দিলীপবাবুকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, ‘জীবদ্দশায় উনি যে ভাবে রাজনীতির শিকার হলেন তা খুবই দুঃখের। তাঁকে পদ্মশ্রী নিতে দেওয়া হল না। তিনি যে সম্মান প্রত্যাখ্যান করছেন তার কোনও অডিয়ো বা ভিডিয়ো প্রকাশ্যে এল না। জোর করে তাঁর নাম করে তাঁকে বঞ্চিত করা হল।’
এর পরই সরাসরি শাসকদল তৃণমূলকে আক্রমণ করেন তিনি। বলেন, ‘তৃণমূলের লোকেরা এই নোংরা রাজনীতি করছে। সিপিএম বুদ্ধবাবু, জ্যোতিবাবুকে বঞ্চিত করেছে। আর তৃণমূল বাংলার যারা গর্ব তাঁদের রাজনীতির স্বার্থে ব্যবহার করছে। তাঁদের বিতর্কে জড়িয়ে ঘৃণ্য রাজনীতি করছে।’
গত ২৫ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় এবছরের পদ্ম-সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় সরকার। তাতে সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হয়। এর পর শিল্পীর পরিবারের তরফে জানানো হয়, তিনি পুরস্কার নেবেন না। তবে শিল্পীর নিজের কোনও অডিয়ো বা ভিডিয়ো বিবৃতি কখনও প্রকাশ্যে আসেনি।