আজ, সোমবার রাজপথে নেমে গোটা বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল কংগ্রেস নেতারা। কারণ সংসদে দাঁড়িয়ে সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরকে অপমান করেছেন অমিত শাহ বলে অভিযোগ। লোকসভায় অমিত শাহের বক্তব্যে বিরোধীরা তুমুল সোচ্চার হয়েছিলেন। আর তখনই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে জানিয়ে দেন, এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে প্রতিবাদ করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ সোমবার বাংলাজুড়ে তৃণমূল কংগ্রেস নেতা–কর্মীরা প্রতিবাদ করলেন।
কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা থেকে উত্তরবঙ্গ—সব জেলাতেই এই প্রতিবাদ মিছিল হয়েছে। এই মিছিল থেকে অমিত শাহের পদত্যাগের দাবি তোলা হয়েছে। কেন্দ্রের এনডিএ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা–নেত্রীরা। বিজেপি সরাসরি এবার সংবিধানে আঘাত করেছে বলে সুর সপ্তমে তোলেন সকলেই। আজ কলকাতার পথে নেমেছিল তৃণমূল ছাত্র পরিষদও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিছিল করে প্রতিবাদ করেন। বাবাসাহেব আম্বেদকরের ছবিতে মালা, ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এভাবেই বিজেপির উপর চাপ বাড়ানো হল।
আরও পড়ুন: ভারী যানবাহন চলাচল করবে রোরো ভেসেলের মাধ্যমে, চাপ কমাতে বিকল্প পরিবহণের ভাবনা
উত্তর কলকাতায় মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রাজা দীনেন্দ্র স্ট্রিট, মানিকতলা–সহ নানা এলাকায় মিছিলে স্থানীয় নেতৃত্ব এবং কর্মীরা উপস্থিত ছিলেন। এখান থেকেই এদিন কুণাল ঘোষ সোচ্চার হন। কুণাল ঘোষ বলেন, ‘বাবাসাহেবকে অপমান করেছেন অমিত শাহ। এটা শুধু বাবাসাহেব আম্বেদকরের অপমান নয়। দেশের অপমান। সংবিধানের হত্যার চেষ্টা করা হয়েছে। ক্ষমা চান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংসদের ভিতরে ও বাইরে তৃণমূল সাংসদরা প্রতিবাদ করেছেন।
এবার বাংলার মাটিতেও আওয়াজ উঠল অমিত শাহের পদত্যাগের। সোমবার দুপুরে প্রধান কর্মসূচি চলে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি–সহ গুরুত্বপূর্ণ নেতারা। অমিত শাহকে তাঁর বক্তব্যের জন্য ধিক্কার জানানো হয়। হুগলির চুঁচুড়া শহরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। যা চুঁচুড়া ঘড়ির মোড় পর্যন্ত চলে। আলিপুরদুয়ার জেলা জুড়ে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। তৃণমূল কংগ্রেস কালচিনি এলাকায় বিক্ষোভ মিছিল করে। বালুরঘাটেও এই প্রতিবাদ মিছিল করা হয়।