বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Ritabrata Banerjee: বিতাড়িত করেছিল সিপিএম, সেই ঋতব্রতকে রাজ্যসভায় প্রার্থী করল তৃণমূল, কী লিখলেন কুণাল?

Ritabrata Banerjee: বিতাড়িত করেছিল সিপিএম, সেই ঋতব্রতকে রাজ্যসভায় প্রার্থী করল তৃণমূল, কী লিখলেন কুণাল?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জহর সরকার। সেই আসনে এতদিন ধরে কেউ ছিলেন না। এবার রাজ্যসভার উপনির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল।

রাজ্যসভার উপনির্বাচনে শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়কে প্রার্থী করেছে তৃণমূল। সর্বভারতীয় তৃণমূলের পক্ষ থেকে একথা ঘোষণা করা হয়েছে। এরপরই এক্স হ্যান্ডেলে এনিয়ে লিখলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

কুণাল ঘোষ লিখেছেন, 'রাজ্যসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন স্বাগত জানাচ্ছি। ও যোগ্য প্রার্থী।

রাজ্যসভায় থাকাকালীন ওর পারফরমেন্স ছিল অনবদ্য। সংসদে একজন দক্ষ সাংসদ হিসেবে ছাপ রেখেছিল ঋতব্রত। পরে, রাজ্য আই এন টি টি ইউ সি সভাপতি হিসেবেও যোগ্য সংগঠকের পরিচয় দিয়েছে।

ঋতব্রতকে আন্তরিক শুভেচ্ছা জানাই।' লিখেছেন কুণাল ঘোষ।

 

আসলে আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জহর সরকার। সেই আসনে এতদিন ধরে কেউ ছিলেন না। এবার রাজ্যসভার উপনির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেছে তৃণমূল।

সাংসদ হিসাবে আরও ১৫ মাসের মেয়াদ বাকি ছিল জহর সরকারের। কিন্তু আরজি কর কাণ্ডের প্রতিবাদে জহর সরকার ইস্তফা দিতেই সেই পদটি শূন্য হয়ে যায়। এরপর সমাজ মাধ্যমে তৃণমূলের পক্ষ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের নাম ঘোষণা করা হয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইতিমধ্য়েই এই নামকে যোগ্য বলে ঘোষণা করেছেন। আর এবার সেই পথে হাঁটলেন কুণাল ঘোষও। তিনিও লিখেছেন, রাজ্যসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন স্বাগত জানাচ্ছি। ও যোগ্য প্রার্থী।

তবে এর আগে সিপিএম করতেন ঋতব্রত। তৎকালীন মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অত্যন্ত কাছের মানুষ ছিলেন ঋতব্রত। প্রথমদিকে তিনি ছিলেন এসএফআই নেতা। এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও হয়েছিলেন তিনি। একটা সময় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতে তাঁর জুড়ি খুঁজে পাওয়া যেত না। তৃণমূল সরকারকে একেবারে ফালাফালা করে আক্রমণ করতেন তিনি। ২০১৪ সালে সিপিএম তাঁকে রাজ্যসভাতে পাঠিয়েছিল। পরবর্তীতে তিনি যোগ দেন তৃণমূলে। মাঝের সময়টা নানা বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। ২০১৭ সালে সিপিএম তাঁকে বহিষ্কার করেছিল। মূলত অনৈতিক কাজের অভিযোগে তাঁকে বহিষ্কার করেছিল সিপিএম। তাঁকেই এবার প্রার্থী করল তৃণমূল। 

ঋতব্রত ভট্টাচার্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, তব চরণে নত মাথা। এরপর তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের একটা ছবি পোস্ট করেছেন। ‘বিভিন্ন রাজনৈতিক দল থেকে যাদের বিতাড়িত করা হয় তারাই তৃণমূলের সম্পদ। এটা প্রমাণ হল।’ সংবাদমাধ্যমে জানিয়েছেন সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য।

বাংলার মুখ খবর

Latest News

‘আজি বরষারও রাতে’, ভালোবাসার মানুষ কুমার বাহাদুরের সঙ্গে রোম্যান্সে মজে বিনোদিনী ১ সপ্তাহ পর ইডেনে ম্যাচ! কম সময়ে পিচ তৈরির চ্যালেঞ্জ! স্পোর্টিং উইকেটের চেষ্টা 'সেনার পোশাক পড়লেই…' সেনা দিবস উপলক্ষে আবেগঘন বার্তা ফারহানের, কী লিখলেন? ১৯ বছর পরে মুলতানের স্পিন পিচে ওয়েস্ট ইন্ডিজকে স্বাগত জানাবে পাকিস্তান ‘রাষ্ট্রদ্রোহিতা এটা’, দেশের স্বাধীনতা নিয়ে ভাগবতের উক্তিতে খচে লাল রাহুল গান্ধী রজারকে টপকে অনন্য নজির নোভাকের, পরের রাউন্ডে আলকারাজও ভোটের নিরিখে ইন্ডিয়ান আইডল থেকে বাদ বাংলার সৃজন! চটে লাল অনুরাগীরা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কারা কারা ICCর Player of the month হয়েছেন? ৪৩৫ রান! বিরাটদের রেকর্ড ভেঙে ODI-তে সর্বোচ্চ স্কোর স্মৃতিদের, তৈরি আরও ৭ নজির তরতরিয়ে বাড়বে হিমোগ্লোবিন, আয়রনসমৃদ্ধ ৩ খাবারের হদিশ দিচ্ছে আয়ুর্বেদ

IPL 2025 News in Bangla

ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর? ‘মাথায় হাত থাকলে সুযোগের পর সুযোগ, আর না থাকলে… ’! BCCI আর গম্ভীরকে খোঁচা মনোজের অশ্বিনের পথে হেঁটে অবসরে জাদেজাও? রহস্যজনক পোস্টে বাড়ল জল্পনা! দেখে নিন সেই ছবি ২০২৫ IPLএ অধিনায়ক বিরাট? জল্পনা জিইয়ে রাখলেন ফ্লাওয়ার! বললেন,এখনও সিদ্ধান্ত হয়নি কাউন্টি খেলে ইংল্যান্ডে টেস্টের প্রস্তুতি নেবেন বিরাট? RCB না চাইলে প্রায় অসম্ভব

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.