বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > TMC Twitter Account: ১৩ ঘণ্টা পর ফিরল তৃণমূলের টুইটার অ্য়াকাউন্ট, হ্যাক হয়েছিল

TMC Twitter Account: ১৩ ঘণ্টা পর ফিরল তৃণমূলের টুইটার অ্য়াকাউন্ট, হ্যাক হয়েছিল

বাংলায় ক্ষমতায় রয়েছে তৃণমূল। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

সোমবার বিকালে আচমকাই হ্যাক হয়ে যায় তৃণমূলের টুইটার। ঘাসফুলের ঘরে নেমে আসে দুশ্চিন্তা। অবশেষে হ্যাকারদের হাত থেকে মুক্তি পেল শাসকদলের টুইটার অ্যাকাউন্ট।

সোমবার রাতে আচমকাই বদলে গিয়েছিল তৃণমূলের টুইটার। হ্যাক হয়ে যায় অ্য়াকাউন্ট। নাম বদলে  হয়ে যায় যুগা ল্য়াবস। অবশেষে সেই হ্যাক হওয়া সেই টুইটার আবার ফিরল স্বমহিমায়। প্রায় ১৩ ঘণ্টা পরে ফিরল তৃণমূলের টুইটার অ্য়াকাউন্ট। দল সূত্রে খবর মঙ্গলবার সন্ধ্যায় এই টুইটার ফের ফিরে আসে। 

সর্বভারতীয় তৃণমূলের মিডিয়া টিমের এক সদস্য় জানিয়েছেন মোটামুটি ১৩ ঘণ্টা পরে ফিরেছে টুইটার অ্য়াকাউন্টটি। দলের তরফে কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ জানানো হয়েছে। কারা রয়েছে এর পেছনে তা নিয়ে দলের অন্দরে চলছে জোর চর্চা।

তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন আগেই জানিয়েছিলেন, আমরা টুইটারের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারাও বিষয়টি ঠিক করার চেষ্টা করছেন। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

টুইটার রিস্টোর হওয়ার পরে মোটামুটি তিনটি পোস্ট করা হয় তৃণমূলের তরফে। দিদির সুরক্ষা কবচ সম্পর্কিত পোস্ট করা হয়। গত জানুয়ারি মাস থেকে এই নতুন কর্মসূচি শুরু করেছে তৃণমূল।  সরকারি প্রকল্প কতটা পাচ্ছেন সাধারণ মানুষ সেটাই পরখ করে দেখতে চাইছে দল। সেকারণেই এলাকায় ঘুরছেন নেতারা। তাঁরা আবার দিদির দূত বলে পরিচিত।

এদিকে হ্যাক হওয়ার পরে দলের লোগোই বদলে গিয়েছিল। সেখানে ওয়াই লেখা চলে আসে। এদিকে এর আগে গত বছর এপ্রিল মাসে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টও হ্য়াক হয়ে যায়।  সেই সময় সেই প্রোফাইল পিকচারে এক কার্টুনিস্টের ছবি চলে আসে। এরপর সেখানে একের পর এক উলটো পালটা লিঙ্ক পোস্ট করা হতে থাকে। এদিকে ইউপির সিএমের টুইটারে ৪ মিলিয়ন ফলোয়ার ছিলেন। অজানা হ্যাকাররা এই টুইটার হ্যাক করে নিয়েছিল। একটি টিউটোরিয়াল সংক্রান্ত পোস্টও করা হয়েছিল সেই সময়। পরে অবশ্য় সেই টুইটার অ্যাকাউন্টটি পুনরূদ্ধার করা হয়।

 এবার পোস্ট হয়েছিল সর্বভারতীয় তৃণমূলের টুইটার অ্যাকাউন্ট। 

এদিকে তৃণমূলের এই টুইটার অ্য়াকাউন্টের পেছনে কারা রয়েছে তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে কি সর্বভারতীয় তৃণমূলকে বিপাকে ফেলার জন্য হ্যাকাররা এই অ্যাকাউন্টের উপর নজর দিয়েছিল? তবে কলকাতা পুলিশের সাইবার সেলে ইতিমধ্যেই এনিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। তারা এনিয়ে তদন্তে নেমেছে। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন