এবার মানব বন্ধনের ডাক তৃণমূলের। মহিলা তৃণমূলের পক্ষ থেকে এই মানবন্ধনের ডাক দেওয়া হয়েছে। তবে এই মানবন্ধন নাগরিক সমাজের মানবন্ধনের মতো নয়। আরজি কর কাণ্ডের প্রতিবাদেও নয়। এই মানবন্ধন কর্মসূচি হবে রাজ্যের বিভিন্ন উন্নয়ন কর্মসূচিকে সামনে রেখে। কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে সূত্রের খবর, এই মানববন্ধন কর্মসূচি কেবলমাত্র কলকাতাকেন্দ্রিক নয়। এই মানববন্ধন কর্মসূচি জেলাস্তরেও পরিচালিত করা হবে।
কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও এই মানববন্ধন কর্মসূচি হবে। আসলে আরজি কর কাণ্ডের জেরে গোটা বাংলাজুড়েই অস্বস্তি বেড়েছে তৃণমূলের। সেই নিরিখে এবার ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে তৃণমূল। উন্নয়নকে সামনে রেখে মানবন্ধন কর্মসূচি।
প্রতিটি জেলায় অন্তত পাঁচ কিমি দীর্ঘপথ জুড়ে এই মানবন্ধন কর্মসূচি পালন করা হবে। এদিকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে নাগরিক সমাজও দিনের পর দিন কলকাতা সহ বাংলার বিভিন্ন প্রান্তে এই মানবন্ধন কর্মসূচি পালন করেছিল। তবে তাৎপর্যপূর্ণভাবে সেই কর্মসূচির জেরে যানজটের কোনও ব্যাপার ছিল না। একেবারে রাস্তার ধারে হাত ধরে দাঁড়িয়েছিল নাগরিক সমাজ। স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যহত না করেও কীভাবে প্রতিবাদে শামিল হওয়া যায় তার নজির দেখিয়েছিল নাগরিক সমাজ।
তবে কি নাগরিক সমাজের সেই মানবন্ধন কর্মসূচি থেকে অনুপ্রেরণা পেয়েছে তৃণমূল? উত্তর মেলেনি। তবে এই ধরনের মানববন্ধন কর্মসূচির জেরে আখেরে জনভিত্তি যে বৃদ্ধি পায় সেটা বলাই বাহুল্য।
দাবি করা হচ্ছে সারা রাজ্য জুড়ে আগামী ৩০ সেপ্টেম্বর ১৭৫ কিমি পথ জুড়ে মানববন্ধন করবে তৃণমূল। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই মানবন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেবেন। এই মানবন্ধনের স্লোগান থাকবে, আমার হাত তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে।
লক্ষ্মীর ভাণ্ডার থেকে সবুজশ্রী, কন্যাশ্রী থেকে স্বাস্থ্যসাথী। এমনই নানা কর্মসূচিকে সামনে রেখে এই মানবন্ধন কর্মসূচি পালন করা হবে। তৃণমূলের একাধিক শাখা সংগঠন এই মানবন্ধন কর্মসূচিতে শামিল হবে।
ওয়াকিবহাল মহলের মতে, এই মানবন্ধন কর্মসূচিকে সামনে রেখে বাংলাজুড়ে বিরাট সাড়া ফেলতে চাইছে তৃণমূল। শাসকের চেয়ারে থাকায় স্বাভাবিকভাবেই বহু মানুষ এই কর্মসূচিতে শামিল হবেন। কিন্তু নাগরিক সমাজ যতটা নিজেদের আন্তরিক টানে মানবন্ধন কর্মসূচিতে শামিল হয়েছিল ততটা মনের টান কী থাকবে মহিলা তৃণমূলের এই কর্মসূচিতে? ইতিমধ্যেই সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।