পঞ্চায়েত ভোটের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ব মেদিনীপুরের পটাশপুরে একটি সমবায় সমিতিতে জিতে গেল তৃণমূল। অন্য দিকে কোলাঘাটের একটি সমবায় সমিতিতে ভোটের লড়াই হলেও বিরোধীদের হারিয়ে সব কটি আসনই জিতে নিয়েছে শাসক দল।
পটাশপুর ২ নম্বর ব্লকের জব্দা বিদ্যাসাগর সমবায় কৃষি উন্নয়ন সমিচির নির্বাচনে ১৫ আসনে মনোনয়ন জমা করে তৃণমূল। কিন্তু সিপিএম-বিজেপি মনোনয়ন দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় সব কটি আসন জিতে যায় শাসকদল। শনিবার এই জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়ে তারা। চলে আবীর খেলা। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি ভয় দেখিয়ে কাউকে ভোটে দাঁড়াতে দেয়নি তৃণমূল। এই দাবি অবশ্য অস্বীকার করেছেন অমরেশ সাঁতরা। তিনি বলেন, ‘আগে সমিতিতে এত দুর্নীতি করেছে যে ওদের দাঁড়ানোর সাহস হয়নি। মানুষের সামনে মুখ দেখাতে পারছে না। ’
অন্য দিকে কোলাঘাটে দেউলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ১২টি আসনের মধ্যে সবকটি আসনে জিতেছে তৃণমূল। মোট ১২টি আসনের মধ্যে ২টিতে বিনা প্রতিদ্বন্দিতায় জিতেছে তারা। বাকি ১০টি আসনে শুক্রবার ভোট হয়। ফল প্রকাশের পর দেখা যায় সব আসনেই জিতেছে তৃণমূল। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল ভয় দেখিয়ে ভোট করছে। দু'টি আসনে ভয় দেখিয়ে মনোনয়ন জমা দিতে দেয়নি বলে অভিযোগ। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি শেখ সাদ্দাম হোসেনের দাবি, ‘সমবায় নির্বাচনে জেতার জন্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরীকেও মাঠে নামতে হয়েছে।’