তৃণমূল ছাত্র পরিষদের ২৬তম প্রতিষ্ঠা দিবসে লক্ষ্য ২০২৬। এই লক্ষ্যকে সামনে রেখেই ছাত্র পরিষদের সমাবেশ সফল করতে প্রস্তুতি নিল তৃণমূল কংগ্রেস। সদ্য ২১ জুলাইয়ের সমাবেশের মতো এই ছাত্র সমাবেশেও লক্ষ্য লক্ষাধিক জনসমাগম। তাই আগামী বুধবার ২৮ অগস্ট সকাল থেকেই রাজ্যের নানা জেলা থেকে সমাবেশে যোগ দিতে আসবেন ছাত্র–ছাত্রীরা। বিজেপির আমলে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বড় কেলেঙ্কারি নিট। এই অভিযোগকে সামনে রেখে ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুঙ্গে তুলবে তৃণমূল ছাত্র পরিষদ। ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে ছাত্রছাত্রীদের উদ্দেশে বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এখন নানা জেলায় গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে বৈঠক করতে শুরু করেছেন। এবারও এই সমাবেশ উপলক্ষ্যে একটি গান তৈরি করা হয়েছে। যা সর্বত্র প্রচার করা হবে। সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করা হবে। আগামী ১ অগস্ট গান্ধী মূর্তির পাদদেশে সমাবেশ উপলক্ষ্যে পোস্টার লঞ্চ করা হবে বলে সূত্রের খবর। আর ২৮ অগস্টের সভায় কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের উদ্দেশে আগামীর লড়াই আন্দোলনের পথ নির্দেশিকা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মালদা–মুর্শিদাবাদ থেকে বিপুল পরিমাণ ছাত্রছাত্রী আসবেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর।
আরও পড়ুন: ‘কাগজ কুড়ানির রোল প্লে করলাম’, শহরের জঞ্জাল নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন মেয়র
অন্যদিকে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল থেকে আসছে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলকে মনে করিয়ে দিয়ে জোরদার প্রস্তুতি প্রচার চলছে। এমনকী এবারও ছাত্র সমাবেশকে কেন্দ্র করে কর্পোরেট ধাঁচে স্বেচ্ছাসেবক পোস্টিং, কার পার্কিং ও জেলার সঙ্গে সমন্বয়ের জন্য বিশেষ টিম রাখা হচ্ছে বলে সূত্রের খবর। রবিবার থেকে সোশ্যাল মিডিয়াতেও এই সমাবেশ নিয়ে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের মোদী সরকার গোটা দেশে শিক্ষার গৈরিকীকরণের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তোলা হবে এই সমাবেশ থেকে।
সেখানে রাজ্য সরকার ছাত্রছাত্রীদের পাশে সবসময় আছে। একাধিক প্রকল্প চালু করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য। সমস্ত ছাত্রছাত্রীর জন্য মুখ্যমন্ত্রীর চালু করা সবুজসাথী, কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড–সহ নানা প্রকল্প ফ্লেক্স, ব্যানারের মাধ্যমে তুলে ধরা হবে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে। যাঁরা দূরের জেলা থেকে আসবেন তাঁদের থাকার জন্য ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং নেতাজ ইন্ডোরে থাকার ব্যবস্থা করা হয়েছে। আর আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ছাত্র সমাজকে কী বার্তা দেন মমতা বন্দোপাধ্যায় সেটা এখন শোনার বিষয়। এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, ‘নিট দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বড় কেলেঙ্কারি। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে মোদী সরকার। এত বড় ঘটনার পরেও প্রধানমন্ত্রী চুপ কেন?’