বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > 'আজ বাবুল ও দেবশ্রী খারাপ হয়ে গেল', মন্ত্রিসভার রদবদলে ক্ষত খুঁচিয়ে দিলেন মমতা

'আজ বাবুল ও দেবশ্রী খারাপ হয়ে গেল', মন্ত্রিসভার রদবদলে ক্ষত খুঁচিয়ে দিলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্য এএনআই)

রাজনৈতিক মহলের মত, সেই মন্তব্য করে কৌশলে বিজেপির অন্দরে ক্ষত খুঁচিয়ে দিলেন মমতা।

ইতিমধ্যে পদত্যাগ করেছেন বাবুল সুপ্রিয়। মন্ত্রিত্ব হাতছাড়া হচ্ছে দেবশ্রী চৌধুরীরও। সেই পরিস্থিতিতে ‘আক্ষেপ’ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, আজ বাবুল সুপ্রিয় খারাপ হয়ে গেল। খারাপ হয়ে গেল দেবশ্রী চৌধুরী। রাজনৈতিক মহলের মত, সেই মন্তব্য করে কৌশলে বিজেপির অন্দরে ক্ষত খুঁচিয়ে দিলেন মমতা।

বুধবার দ্বিতীয় দফায় নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় একাধিক রদবদল হতে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’ মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন। তাঁরা পদত্যাগও করেছেন। শুধু তাই নয়, ইতিমধ্যে বাংলার দুই কেন্দ্রীয় মন্ত্রীও পদত্যাগ করেছেন। মোদীর এককালের ‘নয়নের মণি’ বাবুল নিজেই সে কথা জানিয়ে দিয়েছেন। সূত্রের খবর, বুধবার সকালে দেবশ্রীকেও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বলা হয়েছে। সেই নির্দেশ আসতেই পদত্যাগ করেন দেবশ্রী। রায়গঞ্জের সাংসদকে দলীয় সংগঠনে আরও বেশি করে কাজে লাগানো হতে পারে বলে সূত্রের খবর।

তবে দুই মন্ত্রী পদত্যাগ করলেও সম্ভবত চার রাষ্ট্রমন্ত্রী পেতে চলেছে বাংলা। সেই তালিকায় আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা, বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর এবং কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের নাম উঠে আসছে। বুধবার সন্ধ্যায় তাঁরা সম্ভবত তাঁরা শপথ নেবেন।

মোদী সরকারের মন্ত্রীদের সেই রদবদল বিষয়টি নিয়ে মমতা বলেন, ‘ওরা (বিজেপি) কাকে মন্ত্রী, কাকে সান্ত্রী করবে, কাকে বাদ দেবে, কাকে বাদ দেবে না, কাকে আজকে তুলে আনবে, পরশু ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেবে, সেটা ওদের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে আমরা কথা বলব না। তবে বিজেপি নিজেই একটা বিচ্ছিন্নতাবাদী শক্তি (উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা চাওয়া বার্লার নাম উঠে আসায়)। আজকে নয়, চিরকাল। আজ বাবুল সুপ্রিয় খারাপ হয়ে গিয়েছে। রাজবংশী মহিলাকেও পদত্যাগ করতে বলেছি বলে শুনেছি। আজ সেও খারাপ হয়ে গিয়েছে। ’

বন্ধ করুন