বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বিজেপির রাজ্য কমিটির বৈঠকের ফোকাস রাজীব–কৈলাস, অবস্থান স্পষ্ট আজ

বিজেপির রাজ্য কমিটির বৈঠকের ফোকাস রাজীব–কৈলাস, অবস্থান স্পষ্ট আজ

রাজীব বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)

এদিকে দলে যাঁরা আছেন তাঁদের মধ্যে সমন্বয় গড়ে তোলাই এই বৈঠকের লক্ষ্য।

আজ মঙ্গলবার বিজেপির রাজ্য কমিটির বৈঠক বসতে চলেছে। একাধিক কেন্দ্রীয় নেতৃত্বেরও ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকার কথা। এই বৈঠকের মূল ফোকাসে এখন দু’‌জন। এক, কৈলাস বিজয়বর্গীয়। দুই, রাজীব বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে দু’‌জনকেই আমন্ত্রণ করা হয়েছে। কিন্তু কুণাল ঘোষের সঙ্গে রাজীবের সাক্ষাৎ, রাজ্য নেতৃত্বের উদ্দেশ্যে জোড়া চিঠি—দলবদলের জল্পনার মধ্যেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের আজকের উপস্থিতি ও অনুপস্থিতি অনেক কিছু প্রকাশ্যে এনে দেবে বলে মনে করা হচ্ছে।

এদিকে দলে যাঁরা আছেন তাঁদের মধ্যে সমন্বয় গড়ে তোলাই এই বৈঠকের লক্ষ্য। এই বৈঠকে ভার্চুয়ালি হাজির থাকতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অমিত মালব্য, শিবপ্রকাশরা। কিন্তু প্রশ্ন উঠছে, কৈলাস বিজয়বর্গীয় কী উপস্থিত থাকবেন?‌ এখনও তিনি থাকবেন কিনা সে বিষয়ে নিজে কিছু জানাননি। এখানেও দেখার বিষয় কৈলাস কোন পথে হাঁটে!‌

অন্যদিকে বিজেপি চায় না তাঁদের সামনে দলের মতানৈক্য প্রকট হোক, উঠে আসুক অনভিপ্রেত পরিস্থিতি। বিজেপির এক নেতার কথায়, ‘‌এই বৈঠক ঘর গোছানোর বৈঠক, কোন্দল করার নয়।’‌ রাজীব তৃণমূল কংগ্রেসে ফিরতে আগ্রহী। কিন্তু মুকুল রায়ের ঘর ওয়াপসির দিনই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, যাঁরা নির্বাচনের আগে বিজেপির হাত শক্ত করতে গিয়েছিলেন, তাঁদের আর তৃণমূল কংগ্রেসে কোনও স্থান নেই! ঠিক এই জায়গাতেই আটকে গিয়েছেন রাজীব। এখন দেখার কি করেন তিনি। বিজেপির পক্ষ থেকে সমস্ত নেতাদের সঙ্গে সমন্বয় সাধনের চেষ্টা করা হচ্ছে। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে দলের সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বসুকে। তিনি রাজীব বন্দ্যোপাধ্যায় সঙ্গেও যোগাযোগ করেছেন। আর রাজীব বৈঠকে আসতে আগ্রহ প্রকাশ করেছেন।

বাংলার মুখ খবর

Latest News

শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.