বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Partha Chatterjee: চোর স্লোগান এখন অতীত, পার্থ চট্টোপাধ্যায়কে দেখে উঠল জিন্দাবাদ ধ্বনি

Partha Chatterjee: চোর স্লোগান এখন অতীত, পার্থ চট্টোপাধ্যায়কে দেখে উঠল জিন্দাবাদ ধ্বনি

পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুর আদালতে নিয়ে আসা হয়। (Saikat Paul)

বৃহস্পতিবার সকালে পার্থ, সুবীরেশদের আলিপুরের জেলা দেওয়ানি ও দায়রা আদালতে নিয়ে আসা হয়। এদিন নিয়ে আসা হয়েছিল অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্‌হা, চন্দন মণ্ডল, প্রদীপ সিং, প্রসন্ন রায়। ২৩ মার্চ বিচারক পার্থের সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। বৃহস্পতিবার মেয়াদ শেষ হয়েছে। 

আজ, বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য–সহ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত মোট ১৪ জনকে আলিপুর আদালতে নিয়ে আসা হয়। তাঁদের জেল হেফাজতের মেয়াদ শেষে আবার চলছে শুনানি। এই পরিস্থিতিতে আদালতে ঢোকার সময় পার্থ কিছু বললেন না। সম্পূর্ণ নীরবই রইলেন। তবে আজকে আর তাঁকে কেউ ‘‌চোর চোর’‌ বলে স্লোগান দেয়নি। বরং তাঁকে দেখে জিন্দাবাদ স্লোগান দিয়েছেন মানুষজন। যদিও আগের মতোই নীরব অবস্থানই পালন করেন তিনি।

ঠিক কী ঘটেছে আদালতের পথে?‌ আজ, বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়কে আদালতের পথে নিয়ে যাওয়ার সময় তাঁর কয়েকজন অনুগামী স্লোগান দেয়। ‘পার্থ চট্টোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগান তোলেন তাঁরা। সেই স্লোগান শুনেও আদালতকক্ষে নীরবে ঢুকে গিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। আগে জেলের বাইরে এবং জেলের ভিতরে পার্থকে ‘চোর’ স্লোগান শুনতে হয়েছিল বহুবার। বৃহস্পতিবার তেমন কিছু না ঘটায় তিনি স্বস্তির নিঃশ্বাস পেলেন তিনি। বরং বাড়তি পাওনা ‘জিন্দাবাদ’ স্লোগান।

আর কী জানা যাচ্ছে?‌ গতবছর গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এখন আট মাস তিনি জেলে আছেন। এই সময়কালে তাঁকে চোর, চাকরি চোর কথাটি শুনতে হয়েছে। আবার জেলের ভিতরে মোটকা দা টুকি, ওই দেখ চাকরি চোর—এসব হজম করতে হয়েছে। একবার তিনি বলেছিলেন, ‘আমার আশা, সত্যের জয় হবে। আইনের উপর আমার আস্থা আছে।’ সম্প্রতি বলেছেন, ‘যে সুজন চক্রবর্তী, দিলীপবাবু, শুভেন্দুবাবুরা বড় বড় কথা বলছেন, তাঁরা নিজের দিকে দেখুন। উত্তরবঙ্গে তাঁরা কী করেছেন? ২০০৯–১০ সালের সিএজি রিপোর্ট পড়ুন। সমস্ত জায়গায় তদ্বির করেছেন। কারণ, আমি তাঁদের বলেছিলাম করতে পারব না! আমি নিয়োগকর্তা নই। শুভেন্দু অধিকারীর ২০১১–১২ সালটা দেখুন না! ডিপিএসসি কী করেছিলেন।’

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে পার্থ, সুবীরেশদের আলিপুরের জেলা দেওয়ানি ও দায়রা আদালতে নিয়ে আসা হয়। এদিন নিয়ে আসা হয়েছিল অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্‌হা, চন্দন মণ্ডল, প্রদীপ সিং, প্রসন্ন রায়। ২৩ মার্চ শুনানিতে বিচারক পার্থের সাতদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। আজ বৃহস্পতিবার মেয়াদ শেষ হয়েছে। তাই ফের আদালতে তোলা হল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

‘‌চিকিৎসক সত্তা থেকে তাগিদ অনুভব করেই এখানে এসেছি’‌, অনশন মঞ্চে তৃণমূল বিধায়ক অনন্যার গোপন ভিডিয়ো ফাঁসের হুমকি আরিয়ানের! শাহরুখ পুত্রকে নিয়ে অভিযোগ নায়িকার দশমীর পর গুরু-শুক্রর সমসপ্তক যোগ, ৪ রাশির খুলবে ভাগ্যর দ্বার ৬৮,০০০ মার্কিন ডলার মুক্তিপণ চেয়েছিল সাইবার হ্যাকাররা, মেনে নিল স্টার হেলথ ১টা ডটের শাস্তি! রিশাদের বাকি ৫ বলে ৫ ছক্কা সঞ্জুর, ওভারে উঠল ৩০ রান- ভিডিয়ো কোলে ইয়ালিনি,ছেলের হাত ধরে! দু-হাতে সন্তানদের সামলাচ্ছেন রাজের 'দুর্গা' শুভশ্রী ধোনি-পন্তদেরও নেই এই নজির, ৪০ বলের বিধ্বংসী T20I শতরানে ইতিহাস গড়লেন স্যামসন আম্বানিকে টপকে ধনীদের তালিকায় শীর্ষে আদানি, তিন নম্বরে উঠে এলেন সাবিত্রী দুর্গাপুজোর কার্নিভালের দিনই ‘দ্রোহের কার্নিভাল’, ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স শ্যুটিংয়ের পাশাপাশি মডেলিংয়েও তুখোড় মনু! প্রমাণ দিলেন ল্যাকমে ফ্যাশন উইকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.