বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Sealdah Metro: শিয়ালদা মেট্রো স্টেশন থেকে শুরু হল পরিষেবা, ইতিহাসের সাক্ষী থাকলেন আমজনতা

Sealdah Metro: শিয়ালদা মেট্রো স্টেশন থেকে শুরু হল পরিষেবা, ইতিহাসের সাক্ষী থাকলেন আমজনতা

যাত্রা শুরু শিয়ালদা মেট্রো স্টেশনের। (PTI)

শিয়ালদা স্টেশন থেকে সল্টলেক সেক্টর ফাইভ বাসে বা গাড়িতে যেতে ১ ঘণ্টা সময় লাগে। সেখানে ইস্ট–ওয়েস্ট মেট্রোয় সময় লাগবে মাত্র ২১ মিনিট। শিয়ালদা স্টেশনে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে স্টেশনে রাখা হয়েছে ৯টি সিঁড়ি, ১৮টি এসক্যালেটর। এমনকী ওঠা–নামার জন্য থাকছে মোট ৫টি লিফট। রয়েছে ২৭টি টিকিট কাউন্টার।

আজ, বৃহস্পতিবার ঘড়িতে ঠিক ৬টা ৫৫ মিনিট। ইতিহাসকে সাক্ষী রেখে শিয়ালদা মেট্রো স্টেশন থেকে শুরু হল যাত্রী পরিষেবা। এটাই শিয়ালদা থেকে মেট্রোর প্রথম ট্রেন। আর সকাল থেকেই মেট্রো স্টেশনে ভিড় দেখা গেল। এমনকী প্রথম মেট্রোর যাত্রী হতে রাত ৩টের সময় শিয়ালদা পৌঁছে গিয়েছিলেন অনেকে। আসলে ইতিহাসের সাক্ষী থাকতেই এই পদক্ষেপ। যাত্রীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। একমাত্র রবিবার ছাড়া সবদিনই শিয়ালদা থেকে সেক্টর ফাইভ চলাচল করবে মেট্রো।

ঠিক কী দেখা গেল শিয়ালদায়?‌ এদিন শিয়ালদা থেকে মেট্রো পরিষেবা চালু হল। তার ফলে মুহূর্তে পৌঁছে যাওয়া যাচ্ছে সল্টলেকের সেক্টর ফাইভ পর্যন্ত। বৃহস্পতিবার সকাল ৬টা ৫৫ মিনিটে প্রথম ট্রেনটি ছাড়ে। আর সেক্টর ফাইভ থেকে সকাল ৭টায় শিয়ালদায় আসার প্রথম ট্রেনটি ছাড়ে। শিয়ালদা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯.৩৫ মিনিটে। আর সেক্টর ফাইভ থেকে শেষ ট্রেন মিলবে রাত ৯টা ৪০ মিনিটে। সপ্তাহে ৬ দিন মোট ১০০টি করে ট্রেন ছুটবে। রবিবার সম্পূর্ণ বন্ধ থাকবে পরিষেবা।

কী জানাচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ?‌ এদিন মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, এখন অফিসটাইমে ১৫ মিনিট অন্তর ট্রেন চালানো হবে। বাকি সময় মেট্রো চলবে ২০ মিনিট অন্তর। শিয়ালদা স্টেশন থেকে উঠলে প্রথম স্টেশন পড়বে ফুলবাগান, তার পর একে একে সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী হয়ে সেক্টর ফাইভ পৌঁছনো যাবে।

কত সময় লাগবে মেট্রোতে?‌ মেট্রো রেল সূত্রে খবর, শিয়ালদা স্টেশন থেকে সল্টলেক সেক্টর ফাইভ বাসে বা গাড়িতে যেতে ১ ঘণ্টা সময় লাগে। সেখানে ইস্ট–ওয়েস্ট মেট্রোয় সময় লাগবে মাত্র ২১ মিনিট। শিয়ালদা স্টেশনে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে স্টেশনে রাখা হয়েছে ৯টি সিঁড়ি, ১৮টি এসক্যালেটর। এমনকী ওঠা–নামার জন্য থাকছে মোট ৫টি লিফট। রয়েছে ২৭টি টিকিট কাউন্টার।

বন্ধ করুন