আর তো মাত্র হাতে গোনা কয়েকটি দিন। তারপরই বিদায় নেবে ২০২৪ সাল। এসে যাবে ২০২৫। লড়াইয়ের প্রস্তুতির জন্য বাংলার রাজনৈতিক দলগুলির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর।এদিকে ২০২৪ সালে বিজেপি কী পেল, কতটা হারালো তার খতিয়ান প্রকাশ করেছে সর্বভারতীয় তৃণমূল। কার্যত বিজেপিকে খোঁচা দিয়ে তৈরি হয়েছে এই খতিয়ান। সেখানে নানা গান ও মিউজিককে ব্যবহার করে বেশ আকর্ষনীয় করে তোলা হয়েছে।সেখানে একদিকে যেমন বাংলায় কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরা হয়েছে তেমনি বঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে তীব্র খোঁচা দেওয়া হয়েছে।
প্রথমেই উল্লেখ করা হয়েছে ফের বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতি। বলা হয়েছে এখানে আশ্চর্যের কিছু নেই যে বিজেপি বাংলা বিরোধী। বিজেপির ওয়াশিং মেশিন অনেককেই পরিস্কার করেছে। কিন্তু এই নেতারা ভালো পারফর্ম করেছেন। এরপর লেখা হয়েছে, টপ ওয়াশিং মেশিন প্রোডাক্ট। আর তার একেবারে প্রথমে রয়েছে শুভেন্দু অধিকারীর নাম।
কার্যত টপ ৫ এর নাম প্রকাশ করেছে তৃণমূল। সেখানে ১ নম্বরে শুভেন্দু, ২ নম্বরে অজিত পাওয়ার, ৩নম্বরে ব্রিজভূষণ, ৪ নম্বরে হিমন্ত বিশ্বশর্মা ও ৫ নম্বরে বিএস ইয়েদুরিয়াপ্পা।
এরপর উল্লেখ করা হয়েছে এবছর আপনারা( বিজেপি) দুজন আর্টিস্টকে পেয়েছেন। সেখানে ছবিতে দেখা যাচ্ছে, মোদীর সঙ্গে নীতীশ কুমার ও এন চন্দ্রবাবু নাইডু।
উল্লেখ করা হয়েছে, সব জায়গায় গেলেন কিন্তু মণিপুরে গেলেন না।
বিজেপিকে খোঁচা দিয়ে লেখা হয়েছে, বিকাশ এক্সপ্রেস বেলাইন হয়ে গেল। ১৫ লাখ গেল কোথায়, মুদ্রাস্ফীতি ভয়াবহ, মনিপুর নিয়ে চুপ।
আর শেষে উল্লেখ করা হয়েছে আপনি একটা গান একটু মনে করে দেখুন। এরপর দেওয়া হয়েছে তৃণমূলের সেই গান, জনগণের গর্জন। বিরোধীদের বিসর্জন। আর শেষে বার্তা দেশের জন্য পরের বার একটু ভালো কিছু করুন।
কার্যত বিজেপিকে খোঁচা দিয়ে এই ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। তবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হল এখানে যে ভিডিয়ো পোস্ট করা হয়েছে তৃণমূলের তরফে সেখানে টপ ৫ ওয়াশিং প্রোডাক্ট লিস্টে একেবারে শীর্ষস্থানে রয়েছে শুভেন্দু অধিকারীর নাম। সেই সঙ্গেই আরও যে নামগুলি রয়েছে সেগুলি হল ২ নম্বরে অজিত পাওয়ার, ৩নম্বরে ব্রিজভূষণ, ৪ নম্বরে হিমন্ত বিশ্বশর্মা ও ৫ নম্বরে বিএস ইয়েদুরিয়াপ্পা। অর্থাৎ তাঁরা আগে অন্য দলে ছিলেন কিন্তু বিজেপিতে আসার পরে সব দোষ মাফ! তবে সকলকে ছাপিয়ে যে নাম বলা হয়েছে সেটা হল শুভেন্দু অধিকারী। তবে কি বিরোধী দলনেতার দক্ষতাকে কার্যত মেনে নিচ্ছে তৃণমূল?