ছেঁড়া ফাটা জিন্স। হাঁটুর কাছে অর্ধেকটা নেই। চারপাশে ছিঁড়ে ঝুলছে জিন্সের কাপড়। সচেতনভাবেই এটাই স্টাইল। রাস্তাঘাটে এমন ছবি প্রায়ই দেখা যায়। কিন্তু এবার আর কলকাতার কলেজে পড়া যাবে না এই ধরণের ছেঁড়া জিন্স। কড়া সিদ্ধান্ত নিল আচার্য জগদীশ চন্দ্র বসু কলেজ কর্তৃপক্ষ। কলেজের দেওয়ালে ইতিমধ্যেই নোটিশ টাঙানো হয়েছে। আর এই নোটিশকে ঘিরে বিতর্ক তুঙ্গে। অনেকেই এটা কলেজের ফতোয়া বলেও উল্লেখ করছেন। কিন্তু কেন ছেঁড়া জিন্সে আপত্তি কলেজ কর্তৃপক্ষের?
সূত্রেj খবর, এই ধরণের ছেঁড়া জিন্সকে মূলত রুচিবিরুদ্ধ বলে উল্লেখ করা হয়েছে। আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজের প্যাডে লেখা ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, ছাত্রছাত্রী ও স্টাফেরা কেউ ছেঁড়া পোশাক, কৃত্রিমভাবে ছেঁড়া পোশাক ও বিশেষভাবে ছেঁড়া প্যান্ট পরে কলেজে আসতে পারবেন না। এটা আমাদের কাছে অশালীন বলে মনে হয়েছে। এই ধরণের পোশাক পরে এলে জোর করে টিসি দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে নোটিশে। আর তারপরই তুমুল বিতর্ক মাথাচাড়া দিয়েছে।
এদিকে মাস কয়েক আগেই কর্ণাটকে হিজাব বিতর্ক মাথাচাড়া দিয়েছিল। তারপর এনিয়ে গোটা দেশে ধুন্ধুমার বাঁধে। হিজাব পরে কলেজে যাওয়ার ক্ষেত্রে কার্যত ফতোয়া জারি করা হয়েছিল। এবার কলকাতার কলেজে ছেঁড়া জিন্স না পরতে দেওয়ার নোটিশে যেন হিজাব বিতর্কের ছায়া দেখছেন অনেকেই। কিন্তু এই নোটিশ বাস্তবে কলেজ কর্তৃপক্ষই দিয়েছে কি না তা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। কারণ কলেজ কর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি।