বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kolkata Traffic Police: অবশেষে বাড়ছে সচেতনতা? কলকাতায় অর্ধেক হল ট্রাফিক আইন ভঙ্গের সংখ্যা

Kolkata Traffic Police: অবশেষে বাড়ছে সচেতনতা? কলকাতায় অর্ধেক হল ট্রাফিক আইন ভঙ্গের সংখ্যা

কলকাতায় কমেছে ট্রাফিক মামলা। প্রতীকী ছবি

২০২০ সালে অতিমারী ব্রেথ অ্যানালাইজারের ব্যবহার বন্ধ ছিল। মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালাচ্ছে কি না তা জানার জন্য অত্যাধুনিক পদ্ধতি হল ব্রেথ অ্যানালাইজারের ব্যবহার। পরিসংখ্যান বলছে ২০২২ সালের ১৫ ও ১৬ জানুয়ারি গড় প্রতিদিন ট্রাফিকের গড় মামলা ছিল ২৭৩২ টি। 

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো বা ট্রাফিক নিয়ম না মানার অভিযোগ প্রায়ই শোনা যায়। তা সত্ত্বেও গত এক বছরে ট্রাফিক মামলা কমে অর্ধেক হয়েছে। এমনটাই বলছে কলকাতা ট্রাফিক পুলিশের পরিসংখ্যান। ট্রাফিক আইন না মানার জন্য যেখানে ২০২২ সালে ১৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন গড়ে ২৭৭৬ টি দেওয়া হতো সেই জায়গায় ২০২৩ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত গড়ে ১৬৮৩ টি করে কেস দিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, ২০২০ সালে অতিমারী ব্রেথ অ্যানালাইজারের ব্যবহার বন্ধ ছিল। মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালাচ্ছে কি না তা জানার জন্য অত্যাধুনিক পদ্ধতি হল ব্রেথ অ্যানালাইজারের ব্যবহার। পরিসংখ্যান বলছে ২০২২ সালের ১৫ ও ১৬ জানুয়ারি গড় প্রতিদিন ট্রাফিকের গড় মামলা ছিল ২৭৩২ টি। এ বছরের ১৫ জানুয়ারিতে ট্রাফিক মামলা হয়েছিল ১৪৭১ টি। দ্রুত গতিতে গাড়ি চালানো, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা এবং হেলমেট না পরার মামলা সবচেয়ে কমেছে বলে ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে। ট্রাফিক পুলিশ সূত্রের খবর, ২০২২ সালের প্রথম ১৫ দিনে হেলমেট না পরার সর্বোচ্চ মামলা ছিল ৫৩৮ টি এবং সর্বনিম্ন মামলা ছিল ২২৭ টি। ২০২৩ সালে হেলমেট না পড়ার জন্য সর্বোচ্চ ২৪৯ টি মামলা এবং সর্বনিম্ন ২০৭ টি মামলা হয়েছে।

অন্যদিকে, বিপজ্জনকভাবে গাড়ি চালানোর মামলা কমে ১৬৮ থেকে ১২৮ টি হয়েছে। তবে হেলমেট ছাড়া গাড়ি চালানোর সংখ্যা অনেকটাই কমে যাওয়ায় খুশি ট্রাফিক পুলিশ। যদিও বিপদজনকভাবে গাড়ি চালানোর সংখ্যা আগের থেকে কিছুটা কমেছে। এই সংখ্যাটা আগামী দিনে আরও নিয়ন্ত্রণ করতে চাইছে ট্রাফিক পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন