রাত পোহালেই নতুন মাস। আর ডিসেম্বর মাসের পয়লা তারিখে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। ১ ডিসেম্বর সন্ধ্যা থেকে ২ ডিসেম্বর সকাল পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। ফলে ১২ ঘণ্টা ওই সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল করতে পারবে না। তার জেরে ভিন্ন পথে যেতে হবে। আর তাতে যানজট হতে পারে। সেক্ষেত্রে রাস্তায় বেরিয়ে নাকাল হবে নিত্যযাত্রীরা। পণ্যবাহী যানবাহন রাতেই অন্যত্র যাতায়াত করে। সেক্ষেত্রে আগামী কাল রবিবার সেটা করা সম্ভব হবে না। সব মিলিয়ে একটা কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কেন বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু? উরস উৎসব রয়েছে। তাই জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। ডিসেম্বর মাসের পয়লা তারিখে বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি পর্যন্ত জারি করা হয়েছে। আর সেখান থেকেই জানা যাচ্ছে, ২ তারিখ সকাল পর্যন্ত তা বহাল থাকবে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। তার জেরে রবিবার সন্ধ্যা ৭টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বিকল্প পথে যান চলাচল করবে। তখন খিদিরপুর রোড–সহ একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।
আরও পড়ুন: হিমঘর থেকে বেরোনো আলু কিনে নিক রাজ্য সরকার, চাপে পড়ে পাল্টা কৌশল ব্যবসায়ীদের
বিদ্যাসাগর সেতু বন্ধ থাকলে অসুবিধা হবে ঠিকই, তবে যেহেতু ছুটির দিন সেহেতু খুব বেশি অসুবিধা হবে না বলে মনে করা হচ্ছে। সমস্যা হবে পণ্যবাহী ট্রাক, লরি যাতায়াত করার ক্ষেত্রে। কারণ মাল পৌঁছনো কঠিন হবে চালকদের। আর বেশ কিছু রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হবে বলে সূত্রের খবর। কলকাতা পুলিশ কমিশনারের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সেন্ট জর্জ গেট রোড ধরে দক্ষিণের দিকে যে রাস্তা গিয়েছে তা বন্ধ থাকবে। একইসঙ্গে খিদিরপুর রোড ধরে হেস্টিংস ক্রসিংয়ের দিকে যে রাস্তা গিয়েছে তাও বন্ধ থাকবে।
বিদ্যাসাগর সেতু উরস উৎসবের সময় খোলা রাখলে সব লণ্ডভণ্ড হয়ে যেত। মানুষজন ব্যাপক সমস্যায় পড়তেন। তীব্র যানজট দেখা দিত। তাই বিদ্যাসাগর সেতু বন্ধের সঙ্গে খিদিরপুর রোড ধরে পশ্চিমের দিকে যাওয়া গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে যেতে দেওয়া হবে না। সিজিআর রোড বরাবর পূর্বদিকে আসা গাড়িগুলিকে সত্য ডাক্তার রোড ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। গুরুত্বপূর্ণ রাস্তাগুলি বন্ধ থাকলে ট্রাফিকের উপর বাড়তি চাপ পড়বে বলে মনে করা হচ্ছে। যদিও পুলিশ সূত্রে খবর, পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হচ্ছে।