আর হাতে মাত্র কয়েক ঘণ্টা বাকি। রাত পোহালেই সারা রাজ্যে পালিত হবে বড়দিন। তবে ইতিমধ্যেই বড়দিনকে সামনে রেখে উৎসব শুরু হয়ে গিয়েছে কল্লোলিনী কলকাতা শহরে। আর তাতে গা ভাসিয়েছে আট থেকে আশি। বাহারি আলোকসজ্জায় সেজে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক এবং বো–ব্যারাক আলোর রোশনাইয়ে ছেয়ে গিয়েছে। তার মধ্যে আজ, মঙ্গলবার থেকে যান নিয়ন্ত্রণ করা শুরু হচ্ছে নানা রাস্তায়। বুধবার বড়দিনে চৌরঙ্গী রোড থেকে উডস্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট–সহ মিডলটন স্ট্রিট পুরোপুরি বন্ধ থাকবে। উৎসবের দিনে পার্ক স্ট্রিট–সহ দ্রষ্টব্যস্থানগুলিতে থাকছে পুলিশের কড়া নজরদারি।
এদিকে বড়দিনের উৎসব উপলক্ষ্যে বাড়তি সতর্কতা অবলম্বন করছে লালবাজার। তাই আজ, মঙ্গলবার রাতে রাস্তায় নেমে সরেজমিনে সব খতিয়ে দেখবেন খোদ কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। আর রাতে নিরাপত্তায় প্রায় দেড় হাজার পুলিশকর্মী উপস্থিত থাকবেন। গোটা পার্ক স্ট্রিট জুড়ে প্রায় ৭টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। তার সঙ্গে থাকছে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম। আজ থেকে ভিড় বাড়তে শুরু করেছে। বিপুল পরিমাণ মানুষ হাজির হচ্ছেন সাহেব পাড়ায়। সন্ধ্যা থেকে যেন জনজোয়ার। আজ ডিসি পদমর্যাদার দু’জন অফিসার থাকছেন পার্ক স্ট্রিটে। আর বিকেল থেকে যান নিয়ন্ত্রণ করা হবে নানা রাস্তায়।
আরও পড়ুন: গঙ্গাসাগর মেলায় ইসরোর তৈরি বিশেষ প্রযুক্তি ব্যবহার হবে, বড় সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন
অন্যদিকে বড়দিনে শহরের একাধিক পার্ক এবং রেস্তোরাঁর সামনে কর্তব্যরত অবস্থায় থাকবে কলকাতা পুলিশের উইনার্স টিম। বড়দিনে শহরে বিশেষভাবে যান নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। লালবাজার সূত্রে খবর, আজ বিকেল ৪টে থেকে ২৪ ডিসেম্বর ভোর ৪টে পর্যন্ত পার্ক স্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। আর বুধবার বিকেল ৪টে থেকে ২৬ ডিসেম্বর নির্দেশিকা না আসা পর্যন্ত এটাই জারি থাকবে। তখন কয়েকটি রাস্তা বন্ধ রাখা হবে। গাড়ির গতিপথ ঘোরানো হবে। মেয়ো রোড ও জওহরলাল নেহরু রোড দিয়ে আসা গাড়িগুলি ঘুরিয়ে দেওয়া হবে কিদওয়াই স্ট্রিট দিয়ে।
এছাড়া জওহরলাল নেহরু রোডের দক্ষিণ দিকে যাওয়া গাড়িগুলি পার্ক স্ট্রিট উড়ালপুলের দিকে অথবা মেয়ো রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ডাফরিন রোড বা খিদিরপুর রোডের দিকে যাওয়া গাড়িগুলিকে অন্য রুট দিয়ে পাঠানো হবে। প্রয়োজনে ক্যাথিড্রাল রোডে যান চলাচল বন্ধ করা হতে পারে। ফ্রি স্কুল স্ট্রিট, রয়েড স্ট্রিট এবং রফি আহমেদ কিদওয়াই রোডের দিকে ঘুরিয়ে নিয়ে আসা হতে পারে পার্কস্ট্রিট। চৌরঙ্গী রোডে শেক্সপিয়ার সরণিগামী যানবাহন চলবে। ফ্রি স্কুল স্ট্রিট, মারকুইস স্ট্রিট এবং রফি আহমেদ কিদওয়াই রোডের অটোগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। হো চি মিন সরণি থেকে শর্ট স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটে দ্বিমুখী যান চলবে। নো এন্ট্রি থাকবে রাসেল স্ট্রিটে। লিটল রাসেল স্ট্রিট থেকে শেক্সপিয়ার সরণি ক্রসিং বন্ধ থাকবে।