বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Road Accident: সল্টলেকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মাথা থেঁতলে গিয়ে প্রাণ গেল যুবকের, তদন্তে পুলিশ

Road Accident: সল্টলেকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মাথা থেঁতলে গিয়ে প্রাণ গেল যুবকের, তদন্তে পুলিশ

চার চাকার গাড়ি পুরো উল্টো যায়।

রাতে বিকট শব্দ করে গাড়ি পুরো উল্টে যায়। বন্ধুরা রক্তাক্ত হলেও রাজবীরের চোট বেশি ছিল। রক্তে ভাসছিল গোটা শরীর। দেহটি রাস্তায় শুইয়ে বন্ধুরা হার্ট পাম্পের চেষ্টা করেন। তখনই সবাইকে নিয়ে হাসপাতালের পথে রওনা দেয় পুলিশ। তবে রাজবীরকে বাঁচানো যায়নি। ইতিমধ্যেই ওই যুবকের বন্ধুদের সঙ্গে কথা বলেছে পুলিশ।

পথ নিরাপত্তা সপ্তাহ চলাকালীন সল্টলেকে বীভৎস পথ দুর্ঘটনা ঘটল। সোমবার বেশি রাতে একটি চার চাকার গাড়ি পুরো উল্টো যায়। এই পথ দুর্ঘটনায় একজন যুবকের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন তিনজন। গতকাল পুলিশ কমিশনার বিনীত গোয়েল পথ নিরাপত্তা সপ্তাহের অনুষ্ঠানে এসে বলেছিলেন, কলকাতা শহরে পথ দুর্ঘটনা আগের থেকে অনেকটা কমেছে। সেখানে পর পর দু’‌দিন বেহালা এবং সল্টলেকে পথ দুর্ঘটনায় দু’‌জনের মৃত্যু হওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

ঠিক কী তথ্য পেয়েছে পুলিশ?‌ পুলিশ সূত্রে খবর, নিহতের নাম রাজবীর সিং কোহলি। তিনি ভবানীপুরের বাসিন্দা ছিলেন। আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা তিনজনই। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ নিহত–আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। একটি প্রাইভেট গাড়ি টেকনোপলিস থেকে চিংড়িহাটার দিকে তীব্র গতিতে যাচ্ছিল। আর সেই গাড়িটি নিউটাউন বক্স ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেন থেকে অন্য লেনে চলে আসে এবং পুরো উল্টে যায়।

ঠিক কী ঘটেছে সল্টলেকে?‌ স্থানীয় সূত্রে খবর, ওই গাড়িতে ছিলেন রাজবীর সিং কোহলি। গাড়ি উল্টে গিয়ে তিনি মারাত্মক জখম হন। মাথা থেঁতলে গিয়ে রক্তে ভেসে যায় রাস্তা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বিধাননগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি তিনজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। রাতে বেপরোয়া গতির জেরে পথ দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। এই গাড়ির স্টিয়ারিং ছিল তানিশ নামে আর এক যুবকের হাতে। পিছনের সিটে বসেছিলেন সাবির, অংশ আগরওয়াল, ওম সাহা। আর সামনের সিটে ছিলেন রাজবীর।

আর কী জানা যাচ্ছে?‌ রাতে বিকট শব্দ করে গাড়ি পুরো উল্টে যায়। বন্ধুরা রক্তাক্ত হলেও রাজবীরের চোট বেশি ছিল। রক্তে ভাসছিল গোটা শরীর। দেহটি রাস্তায় শুইয়ে বন্ধুরা হার্ট পাম্পের চেষ্টা করেন। তখনই সবাইকে নিয়ে হাসপাতালের পথে রওনা দেয় পুলিশ। তবে রাজবীরকে বাঁচানো যায়নি। ইতিমধ্যেই ওই যুবকের বন্ধুদের সঙ্গে কথা বলেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। গোটা ঘটনার সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন