অবশেষে বেসরকারি পরিবহণ মালিকদের দাবি মেনে গাড়িতে ট্র্যাকিং ডিভাইস বসানোর সময়সীমা বাড়াল পরিবহণ দফতর। আগে ৩১ মার্চের মধ্যে ভেহিকেল লোকেশন ট্রাকিং ডিভাইস (ভিএলটিডি) বসানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। বুধবার সেই সময়সীমা আরও দু’মাস বাড়ানো হয়েছে অর্থাৎ ৩১ মে-র মধ্যে এই ডিভাইস বাণিজ্যিক গাড়িগুলিতে বসাতে হবে। যদিও বেসরকারি পরিবহণ মালিকরা এই ডিভাইস বসানোর জন্য ৩০ অক্টোবর পর্যন্ত সময়সীমা বাড়ানোর দাবি জানান। তবে দু’মাসের বেশি সময় দিতে রাজি হয়নি পরিবহণ দফতর।
পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর জানান, বাণিজ্যিক যানবাহনগুলিতে ভিএলটিডি এবং প্যানিক বাটন বসানোর জন্য আরও দুমাস হল পর্যাপ্ত সময়। এর বেশি সময় বাড়ানো সম্ভব নয়। এই ডিভাইস বসানো হলে সে ক্ষেত্রে নিরাপত্তা আরও বাড়বে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী। তবে ট্র্যাকিং ডিভাইস বসানো টু হুইলার, থ্রি হুইলার এবং ই রিক্সার ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন মন্ত্রী। ২০২০ সালের এপ্রিলের পর যে সমস্ত বাণিজ্যিক যানবাহন এসেছে ইতিমধ্যেই সেগুলিতে এই ডিভাইস বসানো রয়েছে।
এর আগে পরিবহণ দফতর বিজ্ঞপ্তি জারি করে গত ডিসেম্বরের মধ্যে এই যন্ত্র বসানো বাধ্যতামূলক করেছিল। কিন্তু পরবর্তী সময়ে বেসরকারি পরিবহণ সংগঠনের চাপে সেই সিদ্ধান্ত বদল করে রাজ্য পরিবহণ দফতর। পরে সেই সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ করে দেওয়া হয় এবং ১ এপ্রিল তা কার্যকর করার কথা জানানো হয়। গাড়িতে এই যন্ত্র লাগানো না হলে সেক্ষেত্রে ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেমন দেওয়া হবে না, তেমনই দৈনিক ৫০ টাকা করে জরিমানা দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল পরিবহণ দফতর। তাতেই আপত্তি জানিয়েছিলেন বেসরকারি পরিবহণ সংগঠনগুলি। এনিয়ে পরিবহণ দফতর, বেসরকারি পরিবহণ সংগঠনের প্রধান এবং ভিএলটিডির দায়িত্বপ্রাপ্ত সংস্থার মধ্যে বৈঠক হয়।
বেসরকারি পরিবহণ সংস্থাগুলির বক্তব্য, তাঁরা এখনও এই সমস্ত যন্ত্রের যোগান করতে পারেননি। এখনও বিভিন্ন সংস্থা এই সমস্ত যন্ত্রের জন্য সরকারি স্বীকৃতি পায়নি। ফলে তাদের সেগুলি পেতে অসুবিধা হচ্ছে। এছাড়া, গাড়িতে এই সমস্ত যন্ত্র বসাতে ৮ থেকে ১০ হাজার টাকা খরচ। তাই এত টাকা খরচ করে তারা এই সমস্ত যন্ত্র বসাতে চাইছেন না। তাদের বক্তব্য, নতুন গাড়ি কেনার ক্ষেত্রে ওই যন্ত্রের সুবিধা থাকার বিষয়টি বাধ্যতামূলক করতে হবে। পরিবহণ দফতর সূত্রের খবর, ২০১৯ সালের আগে যে সমস্ত গাড়ি নথিভুক্ত রয়েছে সেগুলির স্বাস্থ্য সংক্রান্ত শংসাপত্র বা ফিটনেস সার্টিফিকেট পেতে গেলে ভিএলটিডি বা যাত্রীদের সুরক্ষায় প্যানিক বাটন বসানো বাধ্যতামূলক করা হয়েছিল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup