বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > গাড়ির চালক চিনতে চালু বিশেষ নম্বর, বিজ্ঞপ্তি জারি পরিবহণ দফতরের

গাড়ির চালক চিনতে চালু বিশেষ নম্বর, বিজ্ঞপ্তি জারি পরিবহণ দফতরের

নির্দিষ্ট একটি নম্বরের ভিত্তিতে চালকের সমস্ত তথ্য পাওয়া যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

সম্প্রতি কয়লা মাফিয়া রাজু ঝাঁ খুনের খুনের পর গাড়ির মালিককে বা কে গাড়ি চালাচ্ছিল, তা খুঁজে পেতে রীতিমতো বেগ পেতে হয়েছে প্রশাসনকে। তার পরই পরিবহণ দফতরের এই সিদ্ধান্ত।

সম্প্রতি কয়লা মাফিয়া রাজু ঝাঁ খুনের খুনের পর গাড়ির মালিককে বা কে গাড়ি চালাচ্ছিল, তা খুঁজে পেতে রীতিমতো বেগ পেতে হয়েছে প্রশাসনকে। যে গাড়িতে করে দুষ্কৃতীরা আসে তার মালিক এবং যিনি চালাচ্ছিলেন তাঁর পরিচয় খুঁজে বের করতে রীতিমতো হিসশিম খেতে হয় পুলিশকে। আগামী দিনে এই ধরনের সমস্যা এড়াতে এবং যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে পরিবহন দফতর চালু করছে ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন (ইউডিআইএন) নম্বর। যার মাধ্যমে দ্রুত জানাতে পারা যাবে গাড়ির মালিক কে এবং বর্তমানে কোন চালকের হাতে ওই গাড়িটি রয়েছে।

সম্প্রতি এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পরিবহণ দফতর। যাতে বলা হয়েছে, দফতরের পোর্টালে ঢুকে এই ইউডিআইএন নিতে হবে। মালিকরা জানাবেন, কোন চালকের হাতে গাড়ি থাকবে। সেই মতো চালককে আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হবে। সেই নম্বর চলে যাবে চালকের মোবাইলে। ড্রাইভার সাপ্লাই এজেন্সির চালকদেরও এই নম্বর নিতে হবে। যাতে কোনও সমস্যা দেখা দিলে এজেন্সিকে ধরতে পারে পুলিশ বা পরিবহণ দফতর। এই নিয়ম প্রযোজ্য থাকছে পুলকার ও স্কুল বাসের ক্ষেত্রেও।

ইউডিআই নম্বর নিতে হবে প্রত্যেক চালককেই

প্রত্যেক বেসরকারি গাড়ির চালকে তা চালানোর জন্য মালিকের থেকে সম্মতিপত্র নিতে হয়। কিন্তু অনেকই তা করেন না। অচেনা চালকের হাত গাড়ি ছেড়ে দেন। ফলে কোনও ঘটনা হলে চালককে খুঁজে পেতে হিমশিম খেতে হয়। নতুন পদ্ধতিতে চালকের বিস্তারিত তথ্য থাকবে পরিবহণ দফতরের খাতায়।

পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কথায়, 'গাড়ি কেনার সময় মালিকের তথ্য থাকে খাতায়। কিন্তু গাড়ি কে চালাচ্ছেন তা জানতে পারা যায় না। নতুন পদ্ধতিতে চালকের তথ্যও দ্রুত পাওয়া যাবে।' গাড়ি চেকিংয়ের সময় ওই নম্বর পুলিশকে দেখাতে হবে। আধার নম্বরের সঙ্গে ইউডিআইএন নম্বরটি সংযোজিত থাকবে। গাড়ির মালিকের আধার নম্বর দিলেই জানা যাবে কে গাড়িটি চালাচ্ছেন। প্রতি বছর নতুন করে আবেদন করে রিনিউ করতে হবে নম্বরটি। মালিক চাইলে যে কোন সময় নম্বরটি বাতিলও করতে পারে। নতুন নম্বর নিতে হলে আবার নতুন করে আবেদন করতে হবে।

বন্ধ করুন