বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > মোটর ভেহিকেল ইন্সপেক্টরদের নিয়ে বিশেষ বাহিনী গঠনের ভাবনা, লক্ষ্য আয়বৃদ্ধি

মোটর ভেহিকেল ইন্সপেক্টরদের নিয়ে বিশেষ বাহিনী গঠনের ভাবনা, লক্ষ্য আয়বৃদ্ধি

আয় বাড়াতে চায় পরিবহণ দফতর। প্রতীকী ছবি।

মোটর ভেহিকেল ইন্সপেক্টরদের নিয়ে বিশেষ বাহিনী গঠন করা হবে। সেই বাহিনী প্রতিদিন রাস্তায় অভিযান চালাবে। সেক্ষেত্রে কোনও গাড়ির সংশ্লিষ্ট নথিপত্র না থাকলে জরিমানা করা হবে। রাজ্যে পরিবহণ দফতরের অধীনে মোট নথিভুক্ত গাড়ির সংখ্যা হল ১ কোটি ৪৬ লক্ষ। 

অর্থ সংকটে ভুগছে রাজ্যের পরিবহণ দফতর। এই অবস্থায় কীভাবে আয় বাড়ানো যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে দফতর। তাই বাড়তি অর্থসংস্থানের জন্য মোটর ভেহিকেল ইন্সপেক্টরদের (এমভিআই) আরও বেশি করে অভিযান চালানোর নির্দেশ নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে কর এবং জরিমানা আদায় বাড়বে। ফলে আয়ও বাড়বে বলে মনে করছে রাজ্যের পরিবহণ দফতর। তাতে অর্থ সংকট কমবে।

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, মোটর ভেহিকেল ইন্সপেক্টরদের নিয়ে বিশেষ বাহিনী গঠন করা হবে। সেই বাহিনী প্রতিদিন রাস্তায় অভিযান চালাবে। সেক্ষেত্রে কোনও গাড়ির সংশ্লিষ্ট নথিপত্র না থাকলে জরিমানা করা হবে। রাজ্যে পরিবহণ দফতরের অধীনে মোট নথিভুক্ত গাড়ির সংখ্যা হল ১ কোটি ৪৬ লক্ষ। বছরে এই সমস্ত গাড়ি থেকে কর ও জরিমানা বাবদ প্রায় ২৬০০ কোটি টাকা আয় হয়। তবে কর ফাঁকি বন্ধ হলে সেই আয় বেড়ে হবে ৫ হাজার কোটি টাকা। রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, ‘কর না বাড়িয়ে কীভাবে আয় বাড়ানো যায় সে বিষয়টাই আমরা ভাবনা চিন্তা করছি। এর জন্য যা যা করার প্রয়োজন তা করছি।’

জানা গিয়েছে, এই বাহিনী দূষণবিধি মেনে চলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে। পাশাপাশি ট্রাক ওভারলেডিং কিনা বা অটো, ছোট গাড়িতে কর ফাঁকি দেওয়া হচ্ছে কি না সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখে জরিমানা করবে। পরিবহণ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, অভিযানের জন্য যে বাহিনী থাকবে তাতে দুজন করে সশস্ত্র কনস্টেবল থাকবেন। পুলিশের সহায়তা না নিয়েই তারা অভিযান চালাবেন। তাদের গাড়িও দেওয়া হবে। এর ফলে আয়ের পরিমাণ আরও বাড়বে বলে মনে করছে পরিবহণ দফতর।

 

বন্ধ করুন