পুরনো গাড়ি বিক্রি নিয়ে নতুন নিয়ম আনতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। মূলত ক্রয় বিক্রয়কারী সংস্থাগুলির জন্য এই নিয়ম আনা হচ্ছে। এর ফলে গাড়ি বা বাইক বিক্রি করার পরে সম্পূর্ণ দায়মুক্ত থেকে যাবেন বিক্রেতা। তাদের আর সমস্যায় পড়তে হবে না। তেমনিই গাড়ি বিক্রয় সংস্থাও চাপমুক্ত থেকে যাবে। এর জন্য সংশ্লিষ্ট সংস্থাকে ব্যবসার লাইসেন্স নিতে হলে নির্দিষ্ট মূল্য জমা রাখতে হবে। নতুন নিয়মের ফলে পরিবহণ দফতরে সমস্ত তথ্য জমা থাকার পাশাপাশি রাজস্ব বাড়বে বলে মনে করছেন আধিকারিকরা।
পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, লাইসেন্স প্রাপ্ত সংস্থা গাড়ি কেনার পর যতক্ষণ না অন্য কাউকে গাড়িটি বিক্রি করছে ততক্ষণ পর্যন্ত গাড়ির মালিকানা থাকবে সংশ্লিষ্ট সংস্থার কাছে। যাবতীয় নথি সংস্থার হাতেই থাকবে। কোনও ব্যক্তি ওই সংস্থাকে গাড়ি বিক্রি করতে চাইলে উভয়ের মধ্যে লিখিত চুক্তি হবে। এরপর থেকে সংস্থাটি গাড়ির মালিক হিসেবে বিবেচিত হবে। একবার সংস্থাকে গাড়ি বিক্রি করে দিলে বিক্রেতা সম্পূর্ণ চাপমুক্ত হয়ে থাকতে পারবেন। নয়া নিয়মে বিক্রেতার পাশাপাশি ক্রেতাও চাপমুক্ত থাকবেন। প্রসঙ্গত, সম্প্রতি আসানসোলে কয়লা মাফিয়া রাজু ঝা খুনে যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল সেই গাড়ির মালিকানা নিয়ে প্রশ্ন উঠেছে। এই গাড়ি সম্পর্কে সঠিক তথ্য না থাকার কারণে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হয়েছে বলে অভিযোগ। তাই গাড়ির যাবতীয় তথ্য নিজেদের কাছে রাখতে চাইছে রাজ্য পরিবহণ দফতর। আসানসোলের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নতুন নীতি কার্যকর করতে চাইছে রাজ্য পরিবহণ দফতর।
নতুন নিয়মে গাড়ি বিক্রি বা মালিকানা সম্পর্কে যাবতীয় তথ্য থাকবে রাজ্য পরিবহণ দফতরের কাছে। এর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আরটিও বা এআরটিওকে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা ৫৫ জন আরটিও এবং এআরটিওকে এই ব্যবস্থা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিমাসে পুরনো গাড়ি কেনা বেচা সংক্রান্ত যাবতীয় তথ্য লিখিত আকারে এবং ডিজিটাল পদ্ধতিতে পরিবহণ দফতরের কাছে জমা করতে হবে। এর ফলে পুরনো গাড়ি সংক্রান্ত তথ্য পরিবহণ দফতরের কাছে থাকবে তেমনই দফতরের রাজস্বও বাড়বে বলে মনে করছেন আধিকারিকরা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup