বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Tansport department:করোনা পর্ব কাটিয়ে পুজোয় একলাফে বহুগুণে আয় বৃদ্ধি পরিবহণ দফতরের

Tansport department:করোনা পর্ব কাটিয়ে পুজোয় একলাফে বহুগুণে আয় বৃদ্ধি পরিবহণ দফতরের

দুর্গাপুজোয় আয় বৃদ্ধি পরিবহণ দফতরের। প্রতীকী ছবি

প্রথমদিকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কর্মীদের আন্দোলনে পরিষেবা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু, ধর্মঘট উঠতেই অতিরিক্ত বাস নামানো হয়েছিল। পরিবহণ দফতর সূত্রের খবর, আন্দোলনের পর রাস্তায় এক হাজার বাস নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

গত দু'বছর করোনা পর্বে আয় তলানিতে ঠেকেছিল। দুর্গাপুজোতে সেই ফাঁড়া কাটিয়ে ব্যাপক আয়ের মুখ দেখল পরিবহণ ক্ষেত্র। করোনা পর্ব কাটিয়ে এবছর দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে দেখা গিয়েছে জনজোয়ার। তার প্রভাব পরিবহণ ক্ষেত্রে পড়েছে। পুজোর কয়েকটা দিন ব্যাপক আয় হয়েছে বলেই জানিয়েছে রাজ্য পরিবহন দফতর।

অস্থায়ী কর্মীরা আন্দোলন প্রত্যাহার করলেও রাস্তায় এখনও অমিল সরকারি বাস

প্রথমদিকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কর্মীদের আন্দোলনে পরিষেবা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু, ধর্মঘট উঠতেই অতিরিক্ত বাস নামানো হয়েছিল। পরিবহণ দফতর সূত্রের খবর, আন্দোলনের পর রাস্তায় এক হাজার বাস নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পুজোর কটা দিন সাড়ে ৭০০ থেকে ৮০০টি বাস চালানো হয়েছিল। তাতেই আয় অনেকটা বেড়ে গিয়েছে। পরিবহণ দফতর সূত্রের খবর, দুর্গাপুজোতে বাস চালিয়ে প্রায় ২ কোটি ৩৫ লক্ষ ২৮ হাজার ৮৪৫ টাকা আয় হয়েছে। এমন আয়ের ফলে খুশি পরিবহণ দফতর। রেকর্ড আয় হিসেবেই মনে করছেন আধিকারিকরা।

শুধু তাই নয়, ভেসেল পরিষেবা থেকেও রেকর্ড আয় করেছে পরিবহণ দফতর। এখন থেকে আয় হয়েছে ২৫ লক্ষ ১৯ হাজার ৮৭৫ টাকা। পাশাপাশি স্পেশাল বাস চালিয়ে ১৪ লক্ষ ৪৭ হাজার ৭৫০ টাকা আয় হয়েছে। ফলে মোট আয় হয়েছে প্রায় ২ কোটি ৭০ লক্ষ টাকার কিছু বেশি। এই অবস্থায় কালীপুজোয় বারাসত থেকে কলকাতার মধ্যে অতিরিক্ত বাস চালাতে চাইছে পরিবহণ দফতর। সরকারি পরিবহণ তো বটেই বেসরকারি পরিবহণ ক্ষেত্রেও এ বছর পুজোয় ভালো আয় হয়েছে বলে জানাচ্ছেন বেসরকারি বাস মালিকরা।

বাংলার মুখ খবর

Latest News

রিমঝিমদের পরামর্শদাতাদের তালিকা নিয়ে বিতর্ক, আলোচনায় আন্দোলনকারীরা US Open-এ নতুন চ্যাম্পিয়ন! পেগুলাকে স্ট্রেট সেটে হারিয়ে ট্রফি তুললেন সাবালেঙ্কা আরজি কর আন্দোলনে নয়া মোড়, সুপ্রিম শুনানির আগে আজ বসবে 'রাজপথে আদালত' PCB-র অভিনব উদ্যোগ! দলের ভবিষ্যত ও অধিনায়ক বদলাতে আয়োজন করবে ‘কানেকশন ক্যাম্প’ সলমনের বাবার জীবনে ঘটা এই ‘খারাপ ঘটনা’ আটকাতে পারতেন অমিতাভ, সেলিমের আফশোস… 'কথা দিয়েও রাখলেন না' রাজ্যপাল, ক্ষুব্ধ হলেন আন্দোলনকারী চিকিৎসক-নার্সরা 'হামাসের পতাকা' নিয়ে উচ্ছ্বাস? তাই বাতিল ইরানি? আর জ্যাভেলিনে সোনা পেলেন ভারতীয়! ধনু-মকর-কুম্ভ-মীন রাশির আজকের দিনটি কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল রবিতে বৃষ্টি হবে, সোমে ভারী বর্ষণ শুরু, মঙ্গল থেকে আরও বাড়বে, কোথায় সতর্কতা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.