রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু বাস নেই। বেসরকারি বাসের সংখ্যা কম থাকায় এই অবস্থা হয়েছিল। আর এমন পরিস্থিতি নবান্ন যাওয়ার পথে দেখে কিছুদিন আগে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবহণ দফতরকে ‘সাইলেন্ট ডিপার্টমেন্ট’ বলে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তারপরই রুগ্ন রুটে নতুন পারমিট দেওয়া এবং নতুন রুট চালু করে ‘সাউন্ড ডিপার্টমেন্ট’ হয় পরিবহণ দফতর। সেই কাজ এখনও চলছে। এবার নিউটাউনের হাতিশালা বাসস্ট্যান্ড থেকে কলকাতা স্টেশন পর্যন্ত বেসরকারি বাসের নতুন রুট চালু করলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বেসরকারি বাসের এই নতুন রুট এখন সেক্টর ৫ ছাড়াও নিউটাউনের তথ্যপ্রযুক্তি তালুক স্পর্শ করে চলবে। তাতে বিপুল যাত্রী উপকৃত হবেন।
পরিবহণ দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই ১২টি নতুন বাস নামানো, নতুন রুট তৈরি করার কাজ হয়ে গিয়েছে। এবার যে রুট গড়ে তোলা হয়েছে তাতে বাস কলকাতা স্টেশন থেকে ছেড়ে আরজি কর হাসপাতাল, শ্যামবাজার, খান্না, বিধাননগর স্টেশন, পিএনবি, সিটি সেন্টার ১, বিকাশ ভবন, করুণাময়ী, সেক্টর ৫, নারকেলবাগান, অ্যাক্সিস মল, টাটা মেডিক্যাল সেন্টার, ইউনিটেক গেট ১, কারিগরি ভবন এবং ইনফোসিস স্পর্শ করে চলবে। এখন ২০টি বাস ওই রুটে চলবে। পরে তা বাড়তে পারে। প্রথম ধাপে এখন ১২টি বাস রুটে নামছে। আরও চারটি বাস পরে নামবে। পরবর্তী ক্ষেত্রে ওই রুটে চারটি সিএনজি চালিত বাস চলতে পারে।
আরও পড়ুন: প্রান্তিক কৃষকদের জন্য ৩০ শতাংশ হিমঘরে জায়গা রাখতে হবে, নির্দেশ কৃষি বিপণন দফতরের
এদিকে বেসরকারী বাসের পাশাপাশি শহরের রাস্তায় সরকারি বাস বেশি করে নামানোর তোড়জোড়ও শুরু হয়েছে। আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তা দেখা গিয়েছে। এবার সেই পরিষেবা কর্মব্যস্ত দিনেও মিলবে। এই নতুন রুটের সূচনা অনুষ্ঠানে হাজির ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লা। আর এখানেই পরিবহণমন্ত্রী বাসমালিকদের হাতে নতুন রুটের পারমিট তুলে দেন। তাতে হাতিশালা থেকে নতুন রুটে যেতে উপকার হবে যাত্রীদের। আবার সার্বিক যাত্রী পরিষেবার উন্নত করতে সরকারি ও বেসরকারি বাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানান পরিবহণমন্ত্রী। এই নতুন রুট চালু হলে ভাঙড় এলাকার মানুষ সহজে আরজি কর হাসপাতালে পৌঁছতে পারবেন বলেও তাঁর মত।
অন্যদিকে মুখ্যমন্ত্রীর কাছে ধমক খাওয়ার পর সচিব ও অফিসারদের নিয়ে রাস্তায় নেমে পড়তে দেখা যায় পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে। এমনকী লেডিস স্পেশাল বাস চালু করার পাশাপাশি সরকারি বাস বেশি করে নামানো যাতে যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। এই বিষয়ে সিটি সাবার্বান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, ‘দেড় বছরের মধ্যে রাজ্য সরকারের সহযোগিতায় নতুন রুট চালু করা সম্ভব হয়েছে। যা কলকাতা শহরের সঙ্গে জুড়বে শহরতলিকে। কলকাতা স্টেশনে যাঁরা দূরপাল্লার ট্রেন ধরেন, তাঁরা উপকৃত হবেন। সল্টলেক এবং নিউটাউনের নানা প্রশাসনিক ভবনে পৌঁছতেও বড় ভূমিকা নেবে এই নয়া রুট।’