নিত্যযাত্রীদের জন্য শহরের বুকে বিশেষ ব্যবস্থা আনছে পরিবহণ দফতর। আর এই ব্যবস্থা কার্যকর হলে নিত্যযাত্রীদের হাপিত্যেস করে বাসের জন্য অপেক্ষা করতে হবে না দীর্ঘ সময়। কারণ এবার সময়সারণি মেনে শহরের বুকে গড়াবে বাসের চাকা। প্রত্যেক বাসস্টপে বসানো হবে এলইডি স্ক্রিনের টাইম টেবিল। যেখানে দাঁড়িয়ে যাত্রীরা দেখতে পাবেন, কোন রুটের বাস কখন ওই স্টপেজে আসবে। এই ব্যবস্থা সরকারি–বেসরকারি দুই বাসের ক্ষেত্রেই প্রযোজ্য। কলকাতার পাশাপাশি সল্টলেক ও কেএমডিএ এলাকায় প্রত্যেক বাসস্টপে এই সময়সারণি বসানো হবে। এলইডি স্ক্রিন হওয়ায় তা সহজে দেখাও যাবে।
অফিস যাওয়া ও ফেরার সময় বহু নিত্যযাত্রীকে গালে হাত দিয়ে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। তাঁরা জানতে পারেন না বাস কখন আসবে। রাস্তায় আবার যানজট থাকলে সেক্ষেত্রে কখন বাস মিলবে সেটাও অজানা থেকে যায়। এই পরিষেবা চালু হলে হ্যাঁপা পোহাতে আর হবে না। এখন যেখানে নির্দিষ্ট বাসস্টপ নেই সেখানে পরিবহণ দফতরের সঙ্গে কলকাতা পুরসভা যৌথভাবে বাসস্টপ নির্মাণ করবে। নির্দিষ্ট সময়ে বাস ছাড়বে স্ট্যান্ড থেকে। আর নির্দিষ্ট স্টপ ছাড়া বাস দাঁড়াবে না। হাত দেখালেও দাঁড়াবে না। যদি দাঁড়ায় স্টপেজ ছাড়া এবং ধরা পড়ে সেক্ষেত্রে ওই বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: নিউ মার্কেটে হকার সমস্যা চরমে উঠল, তিনদিনের মধ্যে উচ্ছেদ অভিযানে নামতে পারে পুলিশ
এই এলইডি স্ক্রিনের পাশাপাশি অ্যাপের ব্যবস্থা করা হচ্ছে। তাতে সব বাসের গতিবিধি দেখা হবে। যাত্রীদের সঙ্গে কন্ডাক্টরদের ব্যবহার থেকে শুরু করে একাধিক নির্দেশ প্রকাশ করা হবে। শহরে পথা দুর্ঘটনা কমাতে এবং বাসের রেষারেষি বন্ধ করতে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই উদ্যোগ নেওয়া হয়। পুলিশ এবং পরিবহণ দফতর দু’পক্ষের মধ্যে কথা হয়। তারপর মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে নিয়ে পরিবহণমন্ত্রী পুলিশের সঙ্গে বৈঠক করেন। তাতেই এই নয়া গাইডলাইন বেরিয়ে আসে। পথসাথী অ্যাপ আছে। আবার যাত্রীসাথী অ্যাপও আছে। এবার থেকে যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে বাসের টিকিট কাটা যাবে।
এবার সেই অ্যাপে বেসরকারি বাসের তথ্য কেমন করে প্রবেশ করানো হবে সেটা নিয়ে ভাবনাচিন্তা চলছে। গোটা বিষয়টি তৈরি হয়ে গেলে এবং চালু হলে সাধারণ মানুষের বিরাট উপকার হবে। এইসব পরিষেবা বিদেশে আছে। যা এবার পেতে চলেছেন বাংলার মানুষজন। দুই বাসের রেষারেষি কমাতে নয়া গাইডলাইন আনছে রাজ্য সরকার। রাস্তার মাঝখান থেকে তখন কোনওভাবেই যাত্রী তোলা যাবে না। কিউআর কোড ব্যবহার করে বাসের টিকিট কাটা যাবে। আজ, শুক্রবার বেসরকারি বাসের বিষয়টি নিয়ে একটি বৈঠক হতে চলেছে। এই বৈঠকে পুলিশ, পরিবহণ দফতর এবং পুরসভার অফিসারদের উপস্থিত থাকার কথা। সুতরাং মেট্রো মতোই সময় মেনে চলবে বাসও।