বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Transport Department West Bengal: পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলকার-স্কুলবাসের জন্য অ্যাপ আনছে পরিবহণ দফতর

Transport Department West Bengal: পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলকার-স্কুলবাসের জন্য অ্যাপ আনছে পরিবহণ দফতর

স্কুলবাস বা পুলকারে পডুয়াদের পাঠিয়ে অধিকাংশ সময় দুশ্চিন্তায় থাকেন অভিভাবকরা। (টুইটার)

এর মাধ্যমে তাঁর গাড়ির গতিবিধি নজরে রাখতে পারবেন। সেই সঙ্গে পড়ুয়াদের নিরাপত্তাও সুনিশ্চিত করা সম্ভব হবে।

বণিজ্যিক গাড়ির উপর নজরদারি রাখতে সোমবারই ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং ডিভাইসের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার স্কুলের বাস ও পুলকারে উপর নজরদারি রাখতে বিশেষ অ্যাপ আনছে পরিবহণ দফতর। সোমবারই আলিপুরে পার্কিং জোন সম্পান্নর উদ্বোধনের শেষে এ নিয়ে ইঙ্গিত দিয়েছেন পরিবহণমন্ত্রী। এই অ্যাপটির তৈরির ব্যাপারে ইতিমধ্যেই পরিবহণ দফতর উদ্যোগ গ্রহণ করেছে। খুব শীঘ্রই এটি গুগুল প্লে স্টোরে পাওয়া যাবে বলেন পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে।

স্কুলবাস বা পুলকারে পাঠিয়ে অধিকাংশ সময় দুশ্চিন্তায় থাকেন অভিভাবকরা। তাঁদের সেই দুশ্চিন্তা দূর করবে পরিবহণ দফতরের এই অ্যাপ। এর মাধ্যমে তাঁর গাড়ির গতিবিধি নজরে রাখতে পারবেন। সেই সঙ্গে পড়ুয়াদের নিরাপত্তাও সুনিশ্চিত করা সম্ভব হবে। পরিবহণ দফতরের এক আধিকারিক জানিয়েছে, সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলের ক্ষেত্রেও এই সুবিধা মিলবে। তার মতে, অ্যাপটি চালু হলে পড়ুয়াদের অভিভাবকরা খুব সহজেই গাড়ির গতিবিধি নজর রাখতে পারবেন। কোনও বিপদ হলে দ্রুত ঘটনাস্থলে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। পরিবহণ দফতর অ্যাপটি তৈরির কাজ শুরু করে দিয়েছে মাস খানেকের মধ্যে এটি তৈরির কাজ শেষ হয়ে যাবে।

বিভিন্ন সময় পুলকার ও স্কুলবাস নিয়ে প্রচুর অভিযোগ আসে পরিবহণ দফতরের কাছে। তার পর থেকে এ নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছিল পরিবহণ দফতর। ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং ডিভাইসের চালু বিষয়ে সিদ্ধান্তের পর এ নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়। তার পরই পুলকার ও স্কুলগাড়ির জন্য অ্যাপ আনার সিদ্ধান্ত হয়।

বন্ধ করুন