বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Sound Pollution: জোড়া পদ্ধতিতে হর্নের দাপট রুখতে কড়া হচ্ছে পরিবহণ দফতর

Sound Pollution: জোড়া পদ্ধতিতে হর্নের দাপট রুখতে কড়া হচ্ছে পরিবহণ দফতর

পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। (টুইটার)

রাজ্যের শব্দ দূষণের অন্যতম কারণ হয়ে উঠেছে এই হর্নের দাপাদাপি। তা নিয়ে নিয়ন্ত্রণে এবার কড়া হচ্ছে পরিবহণ দফতর। শনিবার একটি ই-ভেইক্যাল র‌্যালির অনুষ্ঠান এমনটাই জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

মাত্রাতিরিক্ত হর্নের শব্দ কপালে ভাঁজ ফেলেছে পরিবহণ দফতরের। রাজ্যের শব্দ দূষণের অন্যতম কারণ হয়ে উঠেছে এই হর্নের দাপাদাপি। তা নিয়ে নিয়ন্ত্রণে এবার কড়া হচ্ছে পরিবহণ দফতর। শনিবার একটি ই-ভেইক্যাল র‌্যালির অনুষ্ঠান এমনটাই জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

অনুষ্ঠানে পর এক প্রশ্নের উত্তরে পরিবহণ মন্ত্রী বলেন, 'আমরা দূষণমুক্ত পশ্চিমবঙ্গ চাই। সে কারণে আমরা ই-ভেইক্যাল রাস্তায় নামিয়েছি। ' শব্দদূষণ যে বড় সমস্যা তা স্বীকার করে নিয়ে পরিবহণ মন্ত্রী বলেন, 'শব্দদূষণ নিয়ন্ত্রণে ইতিমধ্যেই আমরা একাধিক ব্যবস্থা নিয়েছি। এ নিয়ে পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাঁরা বিভিন্ন ডিভাইস বসাচ্ছেন। ক্যামেরা বসাচ্ছেন। ওই ডিভাইসগুলির মাধ্যমেই দেখা যাবে কোন গাড়ি কতটা দূষণ করছে। তার উপর ভিত্তি করেই গাড়িগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।' আইন ভাঙলে জরিমানার বিষয়ে নির্দিষ্ট নীতি তৈরি করছে পরিবহণ দফতর।

পরিবহণ সচিব বলেন, কলকাতা পুলিশ ইতিমধ্যেই সাউন্ড ডিলিমিটারের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করতে শুরু করেছে। উন্নত প্রযুক্তি এবং জরিমানা--এই জোড়া পদ্ধতিতে রাজ্যে শব্দদূষণ নিয়ন্ত্রণে সক্রিয় হয়েছে পরিবহণ দফতর।

বন্ধ করুন