তৃণমূল সাংসদ জহর সরকার মন্তব্য করেছিলেন, ‘আমি প্রতিদিনই ভাবি তৃণমূল ছাড়বো।’ তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই তার পদত্যাগের দাবি জানিয়েছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় থেকে শুরু করে অন্যান্য নেতারা। এবার সৌগতর সুরে সুর মিলিয়ে তৃণমূল বিধায়ক তাপস রায় জহরের পদত্যাগের দাবি জানালেন। তার বক্তব্য, ‘ছাড়ব ছাড়ব না করে ছেড়েই দিন।’
পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের উদাহরণ টেনে জহর সরকার বলেছিলেন, ‘পচে যাওয়া অংশ বাদ দেওয়া উচিত।’ তিনি আরও দাবি করেছিলেন, তাঁর পরিবারের সদস্য এবং বন্ধু-বান্ধবরা তাকে তৃণমূল ছেড়ে দিতে বলছেন। তিনি বলেছিলেন, ‘প্রতিদিনই ভাবি তৃণমূল ছেড়ে দেব। তবে কোনওদিন সম্মানহানী হলে সত্যি সত্যিই দল ছেড়ে দেব।’ এই মন্তব্যের পরে সৌগত রায় জহর সরকারকে স্বার্থপর বলে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ‘কোনও মিটিং মিছিলে ওকে দেখেনি। তৃণমূলের কোনও কর্মীরাও ওর কাছ থেকে উপকৃত হয়নি। তাই ওর অবিলম্বে পদত্যাগ করা উচিত।’
এরপরেই সৌগতর সুরে সুর মিলিয়ে বরানগরের বিধায়ক তাপস রায় বলেন, ‘উনি ছাড়ব ছাড়ব কেন বলছেন! ছেড়েই দিন। আমি এক সময়ে ওনার নির্বাচনী এজেন্ট ছিলাম। এটা ভেবে আমার লজ্জা লাগছে। আমি খুবই লজ্জিত। ওনার কিছু বলার থাকলে তিনি দলকে বলতে পারতেন। ওনার বক্তব্যে তৃণমূলে কিছু এসে যায় না। ’ এছাড়াও রাজ্যের মন্ত্রী বাবু সুপ্রিয়ও জহর বাবুর এই বক্তব্যের সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘মত প্রকাশের অধিকার সকলের রয়েছে। তবে দলের বিরুদ্ধে প্রকাশ্যে বলা মোটেও ঠিক নয়।’ তৃণমূলের আরও অনেকেই জহরবাবুর পদত্যাগের দাবি জানিয়েছেন।