বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘অতি সতর্ক’ থেকেও কোভিড সংক্রমিত তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন

‘অতি সতর্ক’ থেকেও কোভিড সংক্রমিত তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন

তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’‌ব্রায়েন (PTI Photo) (PTI)

ডেরেক দাবি করেন, ‘অতি সতর্ক’ হয়েও তিনি কোভিড আক্রান্ত হলেন। নিজের বাড়িতেই আইসোলেশনে আছেন বলে জানান তৃণমূল সাংসদ।

করোনা আক্রান্ত হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। কোভিড সংক্রমিত হওয়ার কথা ডেরেক নিজেই টুইট করে জানান। টুইট বার্তায় তিনি তাঁর সংস্পর্শে আশা ব্যক্তিদের সাবধানে থাকতে বলেছেন। তিনি দাবি করেন, ‘অতি সতর্ক’ হয়েও তিনি কোভিড আক্রান্ত হলেন। তবে তাঁর শরীর অতটাও খারাপ নয় বলে জানান ডেরেক। নিজের বাড়িতেই আইসোলেশনে আছেন বলে জানান তৃণমূল সাংসদ।

টুইট বার্তায় ডেরেক লেখেন, ‘আমার নমুনার কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। মাঝারি উপসর্গ। বাড়িতেই আইসোলেশনে আছি। আপনি যদি গত তিন দিনে আমার সংস্পর্শে আসেন এবং কোভিডের উপসর্গ লক্ষ্য করে থাকেন, তাহলে অনুগ্রহ করে ডাক্তারের পরামর্শ নিন। (সর্বদা অতি-সতর্ক ছিলাম। তবুও কোভিড আক্রান্ত হলাম।)’

আজ বিসিসিআই-এর সভাপতি ও প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়েরও করোনা সংক্রামিত হওয়ার খবর পাওয়া যায়৷ তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন৷ সৌরভ গঙ্গোপাধ্যায় ভ্যাকসিনের দু'টি ডোজই নিয়েছিলেন৷ ডেরেকেরও করোনা টিকার দু‘টি ডোজ নেওয়া ছিল৷ তা সত্ত্বেও তিনি করোনা আক্রান্ত হলেন।

 

 

বন্ধ করুন