রাজ্যে ফের সরকারি হাসপাতালে তৃণমূল নেতার কুকুরের চিকিৎসা করানোর অভিযোগ। অভিযোগ তুলে ভিডিয়োসহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, গত ২ সেপ্টেম্বর আমতলা গ্রামীণ হাসপাতালে এই ঘটনা ঘটেছে। সেখানে চিকিৎসা হয়েছে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির পোষ্য নেড়ির।
আরও পড়ুন - শৌচালয়ের দেখভালও করতে পারে না! পূর্ত দফতরের ভূমিকায় ক্ষুব্ধ আদালত
পড়তে থাকুন - মালদায় কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত হাতুড়ে ডাক্তার, ৯ দিনেই চার্জশিট দিল পুলিশ
শুভেন্দুবাবু জানিয়েছেন, বিষ্ণুপুর ২ নম্বর ব্ল তৃণমূল কংগ্রেস সভাপতি নবকুমার বেতালের পোষ্য কুকুরের চিকিৎসা হয়েছে আমতলা গ্রামীণ হাসপাতালে। নবকুমারবাবুর স্ত্রী সোমাশ্রী বেতাল দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ। সেদিন দুপুর আড়াইটে নাগাদ মানুষের অ্যাম্বুল্যান্সে করে তাঁদের পোষ্য কুকুরকে আমতলা গ্রামীণ হাসপাতালে আনা হয়। প্রায় আধ ঘণ্টা অ্যাম্বুল্যান্সের মধ্যেই তার চিকিৎসা করেন চিকিৎসক ও নার্সরা। শুভেন্দুবাবুর দাবি, তৃণমূল নেতার পোষা কুকুরের চিকিৎসা করতে হাসপাতালের সুপার থেকে সমস্ত চিকিৎসক ও নার্সরা বেরিয়ে এসেছিলেন। চিকিৎসা ব্যবস্থা তদারকি করেন চণ্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভ্রা ঘোষ।
আরও পড়ুন - ‘ইহা পে আরজি কর হো জায়েগা’, বেসরকারি হাসপাতালের মহিলা চিকিৎসককে হুমকি
বলে রাখি, এবারই প্রথম নয়, এর আগে SSKMএ তৃণমূলের এক শীর্ষনেতার আত্মীয়ের পোষা কুকুরের ডায়ালিসিস করার অভিযোগ উঠেছিল। মানুষের হাসপাতালে অন্য প্রাণীর চিকিৎসা রোগীদের জন্য ভয়াবহ পরিণতির কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন চিকিৎসকরা। সেই ঘটনা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল গোটা রাজ্যে। ফের একবার মানুষের হাসপাতালে কুকুরের চিকিৎসা করানোর অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে।