গোটা দেশে আমিষ খাবার খাওয়ার ওপর নিষেধাজ্ঞা চাপানো উচিত বলে মন্তব্য করলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে অভিন্ন দেওয়ানি বিধির ভূয়সী প্রশংসা করেন তিনি। শত্রুঘ্ন সিনহার এই মন্তব্যের এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল।
সংবাদ সংস্থা ANIকে শত্রুঘ্ন সিনহা বলেন, ‘শুধু উত্তর ভারতে নয়, গোটা দেশে গোমাংস ভক্ষণ নিষিদ্ধ করতে হবে। শুধু গোমাংস কেন, গোটা দেশে আমিষ খাওয়া নিষিদ্ধ করা উচিত। উত্তর ভারতের বিভিন্ন জায়গায় গোমাংস বিক্রিতে নিয়ন্ত্রণ আনা হয়েছে। তবে উত্তরপূর্বে এব্যাপারে কোনও নিয়ন্ত্রণ নেই। উত্তর পূর্বে গোমাংশ হল ইয়াম্মি আর উত্তর ভারতে গেলে ছি: ছি: এটা হতে পারে না।’
অভিন্ন দেওয়ানি বিধির প্রশংসা করে শত্রুঘ্ন বলেন, ‘উত্তর ভারতের আইন গোটা দেশে চালু করা উচি। একটাই দেশ, তাই আইনও একই হওয়া উচিত।’ তবে অভিন্ন দেওয়ানি বিধিতে কিছু গলদ রয়েছে বলে মনে করেন অভিনেতা। তিনি বলেন, ‘বিধি কার্যকর করার আগে একটি সর্বদলীয় বৈঠক ডাকা উচিত কেন্দ্রীয় সরকারের।’ তাঁর সংযোজন, ‘ভোটের দিকে তাকিয়ে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা উচিত নয়।’