বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > WB Govt steps to ensure women security: মহিলাদের নাইট ডিউটি না দেওয়ার চেষ্টা করুন, RG করের ঘটনার পরে একগুচ্ছ পরামর্শ

WB Govt steps to ensure women security: মহিলাদের নাইট ডিউটি না দেওয়ার চেষ্টা করুন, RG করের ঘটনার পরে একগুচ্ছ পরামর্শ

RG কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার পরে একগুচ্ছ নির্দেশিকা জারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। (ছবি সৌজন্যে এএফপি)

আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের পরে ‘ঘুম’ ভাঙল রাজ্য সরকারের। হাসপাতাল-সহ সর্বত্র কর্মরত মহিলাদের সুরক্ষা চালু করতে 'রাত্তিরের সাথী' নিয়মবিধি চালু করল পশ্চিমবঙ্গ সরকার।

তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের পরে ‘ঘুম’ ভাঙল রাজ্য সরকারের। সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে চিকিৎসক, নার্স-সহ মহিলা স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য 'রাত্তিরের সাথী' নিয়মবিধি চালু করা হল। RG কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনায় যখন রাজ্য সরকার যখন উত্তাল হয়ে উঠেছে, তখন নবান্নে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানান যে মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে একটি বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব রাজ্যের সর্বত্র সেই নিয়মবিধি চালু করা হবে বলে আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা।

আরও পড়ুন: RG Kar Lady Doctor's final diary entry: 'গোল্ড মেডেলিস্ট হতে চাই', অভিশপ্ত নাইট ডিউটির আগে ডায়েরিতে লেখেন RG করের তরুণী

রাজ্যের তরফে কী কী নির্দেশিকা দেওয়া হল?

১) কর্মরত মহিলাদের জন্য আলাদা রেস্টরুম থাকবে। সেখানে টয়লেটের বন্দোবস্ত করতে হবে।

২) রাতে মোতায়েন করতে হবে 'রাত্তিরের সাথী' বা মহিলা স্বেচ্ছাসেবকদের। যা প্রযুক্তিচালিত আচরণবিধি বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা।

২) হাসপাতালে যে মহিলা নাইট শিফট করবেন, তাঁদের জন্য বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

৩) মহিলাদের জন্য 'সেফ জোন' তৈরি করতে হবে। সেই 'সেফ জোন'-কে পুরোপুরি সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলতে হবে।

৪) একটি বিশেষ মোবাইল ফোন অ্যাপ তৈরি করা হবে। যাতে অ্যালার্ম ডিভাইস থাকবে। প্রত্যেক কর্মরত মহিলাকে সেটা ডাউনলোড করতে হবে। যা স্থানীয় থানা বা পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে সংযুক্ত থাকবে।

৫) জরুরি পরিস্থিতিতে হেল্পলাইন নম্বর ১০০ বা ১১২ ব্যবহার করতে হবে।

৬) সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে, সুপারস্পেশালিটি হাসপাতাল, জেলা হাসপাতালে 'সিকিউরিটি চেক' হবে। ব্রেথ অ্যানালাইজার টেস্ট করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ কেউ মদ্যপান করেছেন কিনা, তা পরীক্ষা করে দেখা হবে।

৭) মহিলাদের যৌন হেনস্থা রুখতে শাখা কমিটি তৈরি করতে হবে প্রতিটি সংস্থাকে (যদি এখনও না করা হয়)।

৮) মহিলাদের সুরক্ষা নিয়ে সমস্ত সরকারি প্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি নেওয়া হবে। বেসরকারি প্রতিষ্ঠানকেও সেই আর্জি জানানো হচ্ছে। প্রতিটি জেলায় সেই কর্মসূচি চলবে। 

৯) 'জোড়া-জোড়ায়' কাজ করতে হবে। রাজ্যের তরফে জানানো হয়েছে, রাতে মহিলাদের কাজের সূচি এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে একটা টিম হিসেবে তাঁরা থাকেন। একা কোনও মহিলাকে নাইট ডিউটিতে দেওয়া যাবে না। আর একে অপর কোথায় যাচ্ছেন, সেটাও জানতে হবে।

১০) বেসরকারি প্রতিষ্ঠানকেও 'রাত্তিরের সাথী' নিয়মবিধি চালু করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: RG Kar Junior Doctor's mother: ‘আপনার মেয়ে অসুস্থ, কেস ঘোরানোর’ চেষ্টা করছিল পুলিশ, বিস্ফোরক RG করের তরুণীর মা

আরও কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে

১) সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল, মহিলাদের হস্টেল এবং সেরকম জায়গায় নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পুলিশ 'নাইট প্যাট্রোলিং' করবে। 

২) প্রতিটি হাসপাতাল এবং অন্যান্য অফিসের প্রতিটি তলায় পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের বন্দোবস্ত করতে হবে।

৩) মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রত্যেক সদস্য, কর্মী, নিরাপত্তারক্ষীদের গলায় পরিচয়পত্র ঝুলিতে রাখতে হবে।

৪) রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং জেলা হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার নজরদারির জন্য পুলিশকে 'সিকিউরিটি অফিসার' মোতায়েন করতে হবে।

৫) চিকিৎসক-সহ কর্মরত মহিলাদের যাতে একটানা ১২ ঘণ্টার বেশি কাজ করতে না হয়, তা নিশ্চিত করতে হবে।

৬) মহিলাদের যতটা কম সম্ভব নাইট ডিউটি দেওয়া যায় বা নাইট ডিউটি না দেওয়া যায়, তা দেখতে হবে।

৭) সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে যে নিরাপত্তা বাহিনী থাকবে, তাতে সমানুপাতে মহিলা এবং পুরুষ থাকতে হবে।

আরও পড়ুন: Mamata and Sandip alleged connection: 'মমতাকে খাম দিতেন গুণধর সন্দীপ, ২০২১-তে ভালো পায়ে ব্যান্ডেজ করেন', বিস্ফোরক দাবি

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

ইংল্যান্ডকে ২-১ হারিয়ে দিল গ্রিস, ইতালির বিরুদ্ধে বেলজিয়ামের দুরন্ত লড়াই উচ্ছেদের নোটিস থেকে সাময়িক স্বস্তি পেলেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা কন্যা পুজোয় কার প্রয়োজন? জেনে নিন এই পুজোর সঠিক নিয়ম ও পদ্ধতি 'বন্ধু হারাল ফ্রান্স', রতন টাটার প্রয়াণে শোকবার্তা ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর IPL 2025 Auction-এর আসরে রোহিত শর্মা নামলে কী হবে? ভবিষ্যদ্বাণী করলেন হরভজন সিং SCO সম্মেলনের আগে রক্তে ভিজল পাকিস্তানের মাটি, জঙ্গি হামলায় মৃত ২০ ভিড় দেখেই ‘বাচ্চা’ সাবাকে সামলাতে তৎপর হৃতিক, জানেন দুজনের বয়সের পার্থক্য কত? হিমা দাসের স্বস্তি! ডোপিং অভিযোগ থেকে মুক্ত করল NADA-র ADAP শৃঙ্খলা প্যানেল ২০ অক্টোবর মঙ্গলের কর্কটে গমন, থাকতে হবে খুব সতর্ক, সমস্যা বাড়বে এই ৪ রাশির আরজি করের CCU-তে চলছে অনিকেতের চিকিৎসা, এখন কেমন আছেন তিনি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.