কলকাতা পুরনিগমে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল। প্রতারণার অভিযোগে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর পিছনে বড়সড় কোনও প্রতারণাচক্র কাজ করছে বলে কলকাতা পুলিশের অনুমান। পুলিশ ইতিমধ্যে এই বিষয়ে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, ভুয়ো নিয়োগপত্র নিয়ে গত সোমবার কয়েকজন চাকরিতে যোগ দিতে আসেন। তখনই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত ২ জনকে গ্রেফতার করা হয়। ধৃত ২ জনের নাম অমিতাভ বসু ও দিব্যেন্দু বর্মণ। ইতিমধ্যে তারা ৭০ লাখ টাকা চাকরি দেওয়ার নাম করে তুলেছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ৩৫ জনকে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ধৃতদের নিউ মার্কেট থানার পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাঁদের চাকরি দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল, তাঁরা আগেই পুরনিগমে চলে এসেছিলেন। তাঁদের দেওয়া নিয়োগপত্র দেখে সন্দেহ হয় সিভিক ভলান্টিয়ারদের। তাঁরা বুঝতে পারেন, ওই নিয়োগপত্র জাল। এরপরই অভিযুক্তদের মধ্যে একজন এসে পৌঁছায। তিনি পুরনিগমের মধ্যে ঢুকতেই পুলিশ তাকে ধরে ফেলে। এরপর পুলিশ তাঁদের গ্রেফতার করে জেরা শুরু করে। সেই জেরাতে নিজের দোষ স্বীকার করে নেয় অভিযুক্ত। প্রথমে একজনকে আটক করার পর তাঁকে কাজে লাগিয়েই দ্বিতীয় জনকে গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্তরা পুলিশকে পুর আধিকারিকদের বেশ কিছু ছবি দেখায়। সেই ছবি অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগে অভিযুক্তকে নিয়ে যায় পুলিশ। কিন্তু সেই আধিকারিকদের কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশের সন্দেহ, এই প্রতারণা কাণ্ডের সঙ্গে এরা দুজনই নন, আরও অনেকে জড়িত আছেন।