কলকাতা মেট্রোর পরিষেবা আরও বাড়ানো হচ্ছে। ব্লু লাইনে (নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর) দুটি বাড়তি মেট্রো চালানো হবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশন থেকে একটি বাড়তি মেট্রো চালানো হবে। আর সকালের দিকেই দক্ষিণেশ্বর থেকে আরও একটি বাড়তি মেট্রো চালানো হবে বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। আগামী বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে সেই নয়া পরিষেবা শুরু হবে। তবে সপ্তাহান্তে ওই দুটি বাড়তি মেট্রো চালানো হবে না। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পরিষেবা মিলবে।
কোন সময় সেই দুটি বাড়তি মেট্রো মিলবে?
১) মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬ টা ৫৫ মিনিট।
২) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: সকাল ৭ টা ৫৪ মিনিট।
অর্থাৎ মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে আরও সকালে পরিষেবা মিলবে। আপাতত সকাল ৬ টা ৫০ মিনিটে কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে প্রথম যে মেট্রো ছাড়ে, সেটি সকাল ৭ টার পরে মহানায়ক উত্তম কুমার স্টেশনে পৌঁছায়। সেটি আসার আগেই মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে একটি মেট্রো ছাড়বে। তার ফলে ১৬টি স্টেশন থেকে আরও সকালে মেট্রো পাওয়া যাবে।
তাহলে কত মেট্রো চলবে দিনে?
কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, আপাতত কর্মদিবসে (সোমবার থেকে শুক্রবার) ব্লু লাইনে (নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর) ২৮৮ টি মেট্রো চালানো হয়। আপ অভিমুখে চলে ১৪৪টি মেট্রো। আর ডাউন অভিমুখে ১৪৪টি মেট্রো চলে। ৫ সেপ্টেম্বর থেকে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে ২৯০। আপ অভিমুখে ১৪৫টি মেট্রো চালানো হবে। ডাউন অভিমুখে ১৪৫টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর লাইনে প্রথম মেট্রোর সময়
১) দমদম থেকে কবি সুভাষ: সকাল ৬ টা ৫০ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।
২) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬ টা ৫০ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।
৩) মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬ টা ৫৫ মিনিট (নয়া পরিষেবা)।
৪) দমদম থেকে থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬ টা ৫৫ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।
৫) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: সকাল ৭ টা (কোনও পরিবর্তন হয়নি)।
নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর লাইনে শেষ মেট্রোর সময়
১) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: রাত ৯ টা ২৮ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।
২) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: রাত ৯ টা ৩০ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।
৩) দমদম থেকে কবি সুভাষ: রাত ৯ টা ৪০ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।
৪) কবি সুভাষ থেকে দমদম: রাত ৯ টা ৪০ মিনিট (কোনও পরিবর্তন হয়নি)।
রাতের বিশেষ মেট্রোর পরিষেবা
সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাতে যেমন বাড়তি মেট্রো চালানো হয়, সেরকম চলবে। রাত ১০ টা ৪০ মিনিটে কবি সুভাষ এবং দমদম থেকে সেই দুটি মেট্রো চালানো হয়।