বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Kolkata traffic police: পথ দুর্ঘটনা রুখতে ডায়মন্ড হারবার রোডে বসবে আরও দুটি ট্রাফিক সিগন্যাল

Kolkata traffic police: পথ দুর্ঘটনা রুখতে ডায়মন্ড হারবার রোডে বসবে আরও দুটি ট্রাফিক সিগন্যাল

ট্রাফিক সিগন্যাল। ফাইল ছবি

ইতিমধ্যে জোকা এবং বেহালা অশোক হলের কাছে এই ধরনের সিগন্যাল বসানো হয়েছে। ওই এলাকায় আরও দুটি সিগন্যাল বসলে সেক্ষেত্রে দুর্ঘটনা কমানো যাবে বলে মনে করছে পুলিশ। ট্রাফিক পুলিশের এক অফিসার জানিয়েছেন, মূলত অফিস টাইমে ডায়মন্ড হারবার রোডে ব্যাপক যানজট দেখা দেয়।

ডায়মন্ড হারবার রোডে পথ দুর্ঘটনা রুখতে আরও তৎপর হল কলকাতা ট্রাফিক পুলিশ। বেহালা এলাকায় আরও দুটি সিগন্যাল বসাতে চলেছে কলকাতা ট্রাফিক পুলিশ। এই সিগন্যালের মাধ্যমে চালকদের সতর্ক করা হবে। মূলত বীরেন রায় রোডে ঠাকুরপুকুর থানার কাছে এবং বেহালার ঝাউতলার কাছে এই দুটি সিগন্যাল বসানো হবে। সিগন্যালে লাল আলো জ্বলে উঠলে গাড়ি চালকদের সতর্ক হবেন এবং গাড়ির গতি কমবে। এর ফলে পথ দুর্ঘটনা কমবে বলে মনে করছে পুলিশ।

ইতিমধ্যে জোকা এবং বেহালা অশোক হলের কাছে এই ধরনের সিগন্যাল বসানো হয়েছে। ওই এলাকায় আরও দুটি সিগন্যাল বসলে সেক্ষেত্রে দুর্ঘটনা কমানো যাবে বলে মনে করছে পুলিশ। ট্রাফিক পুলিশের এক অফিসার জানিয়েছেন, মূলত অফিস সময়ে ডায়মন্ড হারবার রোডে ব্যাপক যানজট দেখা দেয়। এই সময়ে সিগন্যাল লাল করে গাড়ি আটকে রেখে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। অন্যান্য সময়ে এটি ব্লিঙ্কিং সিগন্যাল হিসেবে কাজ করবে।

প্রসঙ্গত, সম্প্রতি বেহালার পাঠকপাড়া এবং চৌরাস্তায় সিগন্যাল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার ফলে গাড়িচালকরা বিক্ষোভ দেখিয়েছিলেন। তাদের বক্তব্য, ঘনঘন সিগন্যালের ফলে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে পুলিশ জানিয়েছে, সিগন্যাল চালু হওয়ার ফলে দুর্ঘটনা অনেক কমে গিয়েছে। আরও দুটি সিগন্যাল বসানো হলে দুর্ঘটনা আরও কমানো যাবে।

অন্যদিকে, পাটুলি থেকে রুবির মধ্যে যান চলাচল আরও মসৃণ এবং নিরাপদ করতে অতিরিক্ত সিসিটিভি বসতে চলেছে। এর পাশাপাশি গাড়ির গতি নিয়ন্ত্রণ করার জন্য অতিরিক্ত ডিসপ্লে বোর্ডও বসানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। সাধারণত পাটুলি থেকে রুবি পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ ক্রসিং রয়েছে। এছাড়া রয়েছে মেট্রো স্টেশন। মেট্রো চালু হলে সেখানে পথচারীদের ভিড় আরও বাড়বে। তাই সেই সমস্ত জায়গাগুলিতে বেশি সংখ্যায় সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। সূত্রের খবর, গত কয়েক বছরে মেট্রোর নির্মাণ কাজের জন্য বাইপাস থেকে কিছু সিসিটিভি ক্যামেরা এবং অন্যান্য ডিভাইস সরিয়ে ফেলা হয়েছিল। এখন সেখানে মেট্রোর কাজ শেষ হয়ে গিয়েছে। ফলে এই অংশে পুরনো সিসিটিভিগুলি পুনরায় বসানো হবে। পাশপাশি আরও নতুন কিছু সিসিটিভি বসানো হবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন