বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > RG Kar Medical College and Hospital: আরজিকর মেডিক্যালে রোগীর খাদ্যনালী থেকে বের হল ১০০ টাকার দুটি নোট

RG Kar Medical College and Hospital: আরজিকর মেডিক্যালে রোগীর খাদ্যনালী থেকে বের হল ১০০ টাকার দুটি নোট

আরজিকর হাসপাতাল।

রোগীর দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যা। তবে খাবার খেতে গিয়ে তার সমস্যা হচ্ছে প্রায় দেড় মাস ধরে। পেটে ব্যথা হচ্ছিল তার। প্রথমে পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু, সেখানে সমস্যার সমাধান না হওয়ায় গত ১ মার্চ তাঁকে নিয়ে আসা হয় আরজিকর মেডিক্যাল কলেজে।

পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন এক ব্যক্তি। পরিবারের সদস্যরা চিকিৎসককে জানিয়েছিলেন, বেশ কিছু দিন ধরেই খাবার খেতে গিয়ে তাঁর সমস্যা হচ্ছে। পরীক্ষা করতে গিয়ে চমকে যান চিকিৎসকরা। দেখা যায় খাদ্যনালীতে আটকে রয়েছে দুটি ১০০ টাকার নোট। অবশেষে ওই ব্যক্তির খাদ্যনালী থেকে নোট দুটি বের করলেন চিকিৎসকরা। আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা ৫৭ বছর বয়সি ওই ব্যক্তির খাদ্যনালী থেকে ১০০ টাকার নোট বের করেন।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ওই রোগীর দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যা রয়েছে। তবে খাবার খেতে গিয়ে তার সমস্যা হচ্ছে প্রায় দেড় মাস ধরে। পেটে ব্যথা হচ্ছিল তার। প্রথমে পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু, সেখানে সমস্যার সমাধান না হওয়ায় গত ১ মার্চ তাঁকে নিয়ে আসা হয় আরজিকর মেডিক্যাল কলেজে। সেখানে ভরতি করা হয় মেডিসিন বিভাগে। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা চলে। তারপরেও সমস্যার সমাধান না হওয়ায় ওই রোগীকে পাঠানো হয় গ্যস্ট্রো এন্টারোলজি বিভাগে। চিকিৎসকরা পরীক্ষা করার পর জানতে পারেন, ওই ব্যক্তির খাদ্যনালীতে ১০০ টাকার নোট আটকে রয়েছে। ওই রোগীর নাম শহিদ আজিজ। গত দেড় মাস ধরে খাবার খেতে গিয়ে তাঁর সমস্যা হচ্ছে। বিষয়টি জানার পর হতবাক হয়ে যান রোগীর পরিবারের সদস্যরা। তাদের ধারণাই ছিল না যে রোগী এরকম কাণ্ড করতে পারে। শেষ পর্যন্ত চিকিৎসকরা এন্ড্রোস্কপিক পদ্ধতির সাহায্যে রোগীর খাদ্যনালী থেকে নোট দুটি বের করার সিদ্ধান্ত নেন।

গ্যাস্ট্রো এন্টারোলজির সহকারী অধ্যাপক বলেন, ‘এন্ডোস্কোপিক পদ্ধতিতে ফোর্সেপ ব্যবহার করে দুটি নোট উদ্ধার করা হয়েছে। এরপর রোগী ভালো আছেন।’ চিকিৎসকরা আরও জানতে পারেন ওই রোগী ১৭ বছর আগে অ্যাসিড খেয়ে ফেলেছিলেন। যার ফলে খাদ্যনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে রোগী সুস্থ রয়েছেন। তবে আপাতত কিছুদিন তাকে নিয়মিত চিকিৎসকদের পরামর্শ নিতে বলা হয়েছে। যদিও কবে নোট দুটি খেয়ে ফেলছিলেন ওই রোগী তা পরিবারের কেউই বলতে পারছেন না। প্রসঙ্গত, এর আগেও এই ধরনের বহু ঘটনা ঘটেছে। বছর খানেক আগে এক রোগী প্রচুর কয়েন, পেরেক এবং সোনার গয়না খেয়ে ফেলেছিলেন। সেই সময় রোগীর অস্ত্রোপচার করে সেগুলি বের করা হয়। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ওই রোগীর অস্ত্রোপচার হয়েছিল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন