একেবারে ভর দুপুরে কলকাতা মহানগরীতে উধাও হয়ে গিয়েছিল দু দুটি স্কুল বাস। টানা তিন ঘণ্টা বাসের খোঁজ চলেছে। গোটা ঘটনায় সল্টলেক শিক্ষা নিকেতনে একেবারে তুমুল হইচই পড়ে যায়। টানা তিন ঘণ্টা যে কী মানসিক চাপের মধ্যে কাটিয়েছেন অভিভাবকরা তা তাঁরাই জানেন। এনিয়ে বিক্ষোভও দেখান অভিভাবকরা। স্কুলে যায় সিআইডিও। কিন্তু প্রশ্নটা থেকেই গিয়েছে হয়েছিলটা কী?
তবে স্কুল সূত্রে খবর, এদিন ছিল অফলাইনের প্রথম ক্লাস। দুজন পড়ুয়ার ভুলেই গোটা বিষয়টি নিয়ে একেবারে গোলোকধাঁধা তৈরি হয়ে গিয়েছিল। নিউটাউনের দিকে যাবে এমন একটি স্কুলবাসে উঠে পড়েছিল দুজন খুদে পড়ুয়া। কিন্তু নিউ টাউনে তাদের বাড়ি নয়। স্কুল সূত্রে খবর, এদিন সকাল ১১টা ১৫ মিনিটে স্কুল ছুটি হয়। অভিভাবকরাই ওই দুই পড়ুয়াকে নিতে এসেছিল। স্কুলেও তাদের খোঁজ মেলেনি। কিন্তু তারা ততক্ষণে উঠে পড়েছে নিউটাউনগামী স্কুল বাসে। এরপর মাঝপথে সেই বাস থামিয়ে তাদের বাস থেকে নামানো হয়। এসব করতে গিয়েই দেরি হয়ে যায় স্কুল বাসের।
দুপুর ১টার মধ্যে বাড়ি ফেরার কথা পড়ুয়াদের। এদিকে সময় ক্রমশ এগোতে থাকে। বাসের সহকারীদের সঙ্গেও অভিভাবকরা যোগাযোগ করতে পারেননি বলে তাঁদের দাবি। এতে আরও বিভ্রান্তি ছড়ায়। পরে একে একে তারা বাড়ি ফেরে। এদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি, বাস আউটসোর্স করা আছে। কোন বাসে পড়ুয়ারা যাবে, কোন রুটে যাবে বাসগুলো সেগুলো সম্পূর্ণভাবে সেই এজেন্সির ব্যাপার।