দুজন সন্দেহভাজন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করল এসটিএফ। একজনের বাড়ি দক্ষিণ দিনাজপুরে। অপরজন হুগলির আরামবাগে থাকত। তপসিয়াতে যাতায়াত ছিল তার। শাসন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। স্বাধীনতা দিবসের পরপরই গ্রেফতার দুই সন্দেহভাজন জঙ্গি।
ধৃতদের নাম আব্দুল রকিব সরকার ওরফে হবিবুল্লা ওরফে হারিফ। অন্যজন কাজি আহসান উল্লাহ ওরফে হাসান। রকিবকে গ্রেফতার করেই অপরজনের সন্ধান মেলে। সূত্রের খবর, আরও ১৭জনের নাম মিলেছে। ধৃত দুজনকে জেরা করেই এই নামের তালিকা তৈরি করেছে এসটিএফ। এবার তাদের খোঁজেও চলছে তল্লাশি। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হবে।
এদের কাজের ধরণ খতিয়ে দেখছেন এসটিএফ আধিকারিকরা। বাংলায় নাশকতার কোনও ছক কষেছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে গোপনে দেশের বিভিন্ন প্রান্তে সংগঠনের জঙ্গি ভাবধারাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করত তারা। তাদের সঙ্গে পাক যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। কোথায় অস্ত্র মজুত করা হচ্ছিল কি না সেব্য়াপারেও খোঁজ খবর শুরু হয়েছে। তারা কাদের সঙ্গে যোগাযোগ রাখত, কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে তারা যুব সমাজের মধ্যে বিষ ছড়াচ্ছে সেটাও দেখা হচ্ছে। এরা অন্য কোথায় প্রশিক্ষণ নিয়েছে কি না সেটাও দেখা হচ্ছে।